IPL 2021: ভাজ্জি, শাকিবকে দলে টেনে শক্তিশালী কলকাতা, KKR-এর স্কোয়াড দেখে নিন
শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিলামে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদন- তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। ইয়ন মরগ্যানের নেতৃত্বাধীন KKR এখন থেকেই সেই স্বপ্নে বিভোর। অলরাউন্ডার শাকিব আল হাসান, অভিজ্ঞ স্পিনার হরভজন সিং দলে আসায় স্বপ্নপূরণের সম্ভাবনা আরও বাড়ল কেকেআরের। নিলামে শাকিবের জন্য ঝাঁপিয়েছিল কলকাতা। পুরনো সদস্যকে আরও একবার দলে পেয়ে উচ্ছ্বসিত টিম ম্য়ানেজমেন্ট। কলকাতায় ফিরতে পেরে খুশি বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিবও।
কাদের নিল KKR-
নিলামের আগেই কয়েকজন ক্রিকেটারকে রিলিজ করেছিল কলকাতা। ফলে থলিতে টাকার অঙ্কটাও বেড়েছিল। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিলামে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে। ১০.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে হাজির হয়েছিলেন কলকাতার কর্তারা। তা থেকে ৩.২০ কোটি টাকা এখনও তাঁদের হাতে রয়েছে। কেকেআর আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের বিকল্প খুঁজতে নেমেছিল। একদিকে রাসেলের চোটের সমস্যা। আরেকদিকে অ্যাকশন বদলের পর নারিনের ধার কমেছে। ৩.২০ কোটি টাকায় শাকিবকে দলে নিয়ে ঘাটতি পূরণ করতে চাইছে কেকেআর।
শাকিব আল হাসান- ৩.২০ কোটি টাকা
হরভজন সিং- ২ কোটি টাকা
বেন কাটিং- ৭৫ লাখ টাকা
করুণ নায়ার- ৫০০ লাখ টাকা
পবন নেগি- ৫০ লাখ টাকা
শেল্ডন জ্যাকসন- ২০ লাখ টাকা
ভেঙ্কটেশ আইয়ার- ২০ লাখ টাকা
বৈভব আড়োরা- ২০ লাখ টাকা
KKR-এর স্কোয়াড-
ব্যাটসম্য়ান- ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), শুভমান গিল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), টিম সিফর্ট, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, শেল্ডন জ্যাকসন, করুণ নায়ার।
অলরাউন্ডার- আন্দ্রে রাসেল, নীতিশ রানা, সুনীল নারিন, শাকিব আল হাসান, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার, পবন নেগি।
স্পিনার্স- বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হরভজন সিং।
পেসার্স- প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, শিভম মাভি, সন্দীপ ওয়ারিয়র, প্রসিদ্ধ কৃষ্ণা, বৈভব আরোরা।