নিজস্ব প্রতিবেদন : এক ম্যাচে চার উইকেট!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেন ওয়ার্ন আর চার উইকেট! আহামরি বলে কিছু মনে হচ্ছে না, তাই তো! বল অফ দ্য সেঞ্চুরি-র মালিক শেন ওয়ার্নের কাছে চারটি উইকেট শিকার ছেলেখেলার মতো ব্যাপার। দাঁড়ান, টুইস্ট আছে। এই ম্যাচ বাইশ গজের নয়! চারটি উইকেট শিকারের ম্যাচটাও ক্রিকেটীয় নয়। শেন ওয়ার্ন ইজ আ পারফরমার। এক সময় অজি কিংবদন্তির প্রাক্তন বান্ধবী মুচকি হেসে কথাটা বলেছিলেন। শেন ওয়ার্ন পণ করেছেন, আজীবন বান্ধবীর সেই কথার দাম রেখে যাবেন।


আরও পড়ুন-  হ্যাটট্রিক-সহ ৬ উইকেট নিয়ে বিধ্বংসী বুমরাহ, কিংস্টন টেস্টে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ



৪৯ বছর বয়স হয়েছে ওয়ার্নের। স্পিন কিংবদন্তি এখন টিভি পন্ডিত। মাইক হাতে ম্যাচ বিশ্লেষণ করেন। বোলারদের ভাল-খারাপ দিক খুঁজে বের করেন। সেসব ঠিক আছে। কিন্তু এ বাইরেও শেন ওয়ার্নের একটা রঙিন জীবন রয়েছে। ক্রিকেট ও ক্রিকেটের বাইরে, তিনি বরাবর দুটো পৃথিবীতে বেঁচেছেন। এখনও সেই জীবনেই রয়েছেন তিনি। নতুন বান্ধবীও তাঁকে এই জীবন যাপন করে বাধা তো দেনই না, বরং উত্সাহ দেন।


আরও পড়ুন-  দল থেকে বাদ, ধোনির কিছু যায় আসে না! আমেরিকায় রয়েছেন মেজাজে


উত্তর-পশ্চিম লন্ডনের যে জায়গায় বাড়ি কিনেছেন ওয়ার্ন সেটি সম্ভ্রান্ত এলাকা। কিন্তু সেখানেই এমন কাণ্ড করলেন ওয়ার্ন। তাঁর বান্ধবী সেখানে চারজন যৌনকর্মীকে নিয়ে হাজির হলেন রাতে। সারা রাত চলল পার্টি। চারজনের সঙ্গে সারা রাত উন্মত্ত যৌন ক্রিয়ায় মাতলেন ওয়ার্ন। সব থেকে বড় কথা, সারা রাত বাড়ির সব জানলা-দরজা খোলা রেখে এণন কাণ্ড ঘটালেন অজি স্পিন কিংবদন্তি। তাঁর বান্ধবী ও তিন যৌন কর্মীর শিত্কারে সারা রাত ঘুমোতে পারলেন না প্রতিবেশিরা। সকালে উঠে বান্ধবীদের নিয়ে বেরিয়ে গেলেন ওয়ার্ন। ওয়ার্নের এক প্রতিবেশি বললেন, ''ও আমাদের পাত্তাই দিল না। কে দেখল, কে জানল, কে কী শুনল এসবে ওর কিছু যায় আসে না যেন। সকালে খালি পায়ে বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করতে করতে ও গাড়িতে উঠে চলে গেল। আমরা এখানে পরিবার নিয়ে বাস করি। এটা একটা সভ্য পাড়া। সেখানে সারা রাত ও এমন করল।''