তাঁর প্রজন্মের সেরা ভারতীয় দল বেছে নিলেন `ঘরবন্দি` শেন ওয়ার্ন; নেতৃত্বে সৌরভ
ওয়ার্নের দলে নেই বিরাট কোহলি, এমএস ধোনিও। তাঁর দলে তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়।
নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে আপাতত ঘরবন্দি কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ইনস্টাগ্রাম লাইভে এসে প্রাক্তন অজি স্পিনার বেছে নিলেন তাঁর সময়কালের সেরা ভারতীয় একাদশ। আর সেই দলের নেতৃত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে দলে রাখতে গিয়ে ওয়ার্ন বাদ দিয়ে দিলেন স্পিনের বিরুদ্ধে খেলা অন্যতম সেরা ব্যাটসম্যানকে।
ভারতীয় দল বাছতে গিয়ে প্রথমেই দুই ওপেনার হিসেবে বেছে নিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ এবং নভজ্যোত্ সিং সিধুকে। সিধুকে দলে নেওয়ার কারণ হিসেবে ওয়ার্নের ব্যাখ্যা, "আমি নভজ্যোত্ সিং সিধুকে দলে রেখেছি, কারণ আমার সময়ে আমার দেখা স্পিনারের বিরুদ্ধে ভাল ব্যাটিং করত সিধুই। "
ওয়ার্নের দলে নেই বিরাট কোহলি, এমএস ধোনিও। তাঁর দলে তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। চারে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ওয়ার্নের দলে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এটা কিন্তু বেশ অবাক করেছে তাঁর ভক্তদের। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি গাঙ্গুলিকে দলে নিই কারণ আমি চেয়েছিলাম আমার দলের নেতা হবে ও। আর তাই ভিভিএস লক্ষ্মণকে বাদ দিতে হয়েছে।"
একনজরে দেখে নেওয়া যাক শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশ: বীরেন্দ্র সেওয়াগ, নভজ্যোত্ সিং সিধু, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, মহমম্দ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি(অধিনায়ক), কপিল দেব, হরভজন সিং, নয়ন মোঙ্গিয়া, অলিন কুম্বলে, জাভাগাল শ্রীনাথ।
আরও পড়ুন - ২৫ বছর পর বেলুড় মঠে মহারাজ, দুঃস্থদের ২০০০ কেজি চাল বিতরণ করলেন সৌরভ