নিজস্ব প্রতিবেদন :  আবার রাজস্থান রয়্যালসে শেন ওয়ার্ন। এই নিয়ে টানা দ্বিতীয় বছর টিম এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন অজি কিংবদন্তি। তবে এবার শুধু  রাজস্থান রয়্যালস টিমের ব্র্যান্ড অ্যাম্বাসডর নয়, এর পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। এবার তিনি রাজস্থান দলের মেন্টর। প্রাক্তন সতীর্থ রাজস্থানের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করবেন কিংবদন্তির লেগ স্পিনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সালে প্রথম আইপিএল-এ রাজস্থানকে চ্যাম্পিয়ন করেছিলেন শেন  ওয়ার্ন। তারপর থেকে গত কয়েক বছরে তেমন আর সাফল্যের মুখ দেখেনি রাজস্থান। এবার ট্রফি জেতাই তাদের টার্গেট আর সে কারণেই ওয়ার্নকে কাজে লাগাতে চাইছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট।


 



নতুন ভূমিকায় বেশ উচ্ছ্বসিত ওয়ার্ন। তিনি বলেছেন, "আবার রাজস্থানে ফিরতে চলেছি, এবার নতুন ভূমিকায়। এই দল আমার কাছে পরিবারের মতো। সবাই মিলে একসঙ্গে রাজস্থানকে সাফল্য দেওয়াই হবে একমাত্র লক্ষ্য।" জানা গিয়েছে, দুবাইতে দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন শেন ওয়ার্ন।



আরও পড়ুন - IPL 2020: জোড়া ফলা! আবু ধাবিতে নাইট শিবিরে যোগ দিলেন নারিন-রাসেল