দু'বছর পর প্রথম ডব্লুটিএ খেতাব জিতলেন মারিয়া শারাপোভা

Updated By: Oct 15, 2017, 10:52 PM IST
দু'বছর পর প্রথম ডব্লুটিএ খেতাব জিতলেন মারিয়া শারাপোভা

নিজস্ব প্রতিবেদন : দুবছরের ব্যবধানের পর প্রথম WTAকে খেতাব জিতলেন মারিয়া শারাপোভা। ডোপ বিতর্কে নির্বাসন কাটিয়ে কোর্টে ফেরার পর সাত নম্বর টুর্নামেন্ট খেলার পথে অবশেষে হাসি ফুটল রুশ সুন্দরীর মুখে। রবিবার দুপুরে বেলারুসের আরনা সাবালেঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে তিয়ানজিন ওপেন খেতাব জিতলেন শারাপোভা। ৭-৫,৭-৬ ব্যবধানে দুটো সেট জেতেন মাশা।

আরও পড়ুন ধোনি আর জিভার একসঙ্গে লাড্ডু খাওয়ার ভিডিও দেখুন

২০১৫-র মে মাসে ইতালিয়ান ওপেন জিতেছিলেন পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস তারকা । তারপর ডোপ বিতর্কে পনেরো মাস কোর্টের বাইরে থাকতে হয়েছিল শারাপোভাকে। চলতি মরশুমে কোর্টে ফিরে শারাপোভা খেলেছেন বেশ কয়েকটা গ্র্যান্ডস্ল্যাম। অবশেষে তিয়ানজিন ওপেন জিতে ট্রফি জয়ের খরা কাটালেন মারিয়া।

আরও পড়ুন  বাংলাদেশের মাটিতে হকি মাঠে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

.