Shardul Thakur: বল হাতে চূড়ান্ত ফ্লপ, ব্যাট নিয়ে লিখলেন ইতিহাস!

ব্যাট হাতে চমকে দিলেন শার্দূল ঠাকুর।

Updated By: Jan 20, 2022, 05:40 PM IST
Shardul Thakur: বল হাতে চূড়ান্ত ফ্লপ, ব্যাট নিয়ে লিখলেন ইতিহাস!
শার্দূল ঠাকুর

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ (India vs South Africa, 1st ODI match) ৩১ রানে হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকার ২৯৬ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৬৫ রানে। ম্যাচে বল হাতে হতশ্রী পারফর্ম করেছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। নির্দিষ্ট কোটার ১০ ওভার বল করে দিয়েছেন ৭২ রান। পাননি একটি উইকেটও! ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছেন শার্দূল। বল হাতে চূড়ান্ত খারাপ পারফর্ম করলেও, ব্যাট হাতে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে ইতিহাস লিখেছেন শার্দূল!

রান তাড়া করতে নেমে নবম উইকেটে ৪৬ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েন শার্দূল ও জসপ্রীত বুমরা। তাঁদের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচের ইতিহাস বলছে, নবম উইকেটে বা তার নীচে ব্যাট করতে নেমে শার্দূল-বুমরার এটি চতুর্থ সর্বোচ্চ রানের যুগলবন্দি। তালিকায় আছেন জাহির খান-ইউসুফ পাঠান (২০১১), ওয়েন পার্নেল-ডেইল স্টেইন (২০১০) ও অজয় জাদেজা-জাভাগল শ্রীনাথ (২০০০)

আরও পড়ুন: ICC Test Team of the Year 2021: তিন ভারতীয়কে নিয়েই বর্ষসেরা টেস্ট দল করল আইসিসি

পরিসংখ্যান আরও বলছে, যে, শার্দূল এই দুই দেশের ওয়ানডে ম্যাচের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। আটে বা তার নীচে ব্যাট করতে নেমে অর্ধ-শতরান করেছেন ল্য়ান্স ক্লুজনার (২০০০ সালে নাগপুরে অপরাজিত ৭৫), সাবা করিম (১৯৯৭ সালে ব্লুমফন্টেনে ৫৫) , অ্যান্ড্রিউ হল (২০০৬ সালে কেপটাউনে ৫৬), রায়ান ম্যাকলারেনরা (২০১৩ সালে কার্ডিফে অপরাজিত ৭১)। সেই তালিকায় এলেন শার্দূল। এখানে যাঁদের নাম বলা হয়েছে তাঁদের মধ্যে যদিও সর্বনিম্ন রান শার্দূলেরই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.