হাঙরে খেয়ে নিয়েছে একটা হাত! তারপরেও সার্ফিংয়ে নজর কাড়লেন বিশ্বের

হাঙর একটা হাত খেয়ে নিয়েছে। কিন্তু, তাতেও দমানো যায়নি তাঁকে। অদম্য মনের জোরে সমান তালে পাল্লা দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় সার্ফারদের সঙ্গে। কুড়িয়ে নিয়েছেন বাহবা।

Updated By: May 31, 2016, 05:39 PM IST
হাঙরে খেয়ে নিয়েছে একটা হাত! তারপরেও সার্ফিংয়ে নজর কাড়লেন বিশ্বের

ওয়েব ডেস্ক : হাঙর একটা হাত খেয়ে নিয়েছে। কিন্তু, তাতেও দমানো যায়নি তাঁকে। অদম্য মনের জোরে সমান তালে পাল্লা দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় সার্ফারদের সঙ্গে। কুড়িয়ে নিয়েছেন বাহবা।

বেথানি হ্যামিলটন। বয়স ২৬ বছর। ২০০৩ সালে, বয়স যখন সবে ১৩, বেথানির বাম হাতটা খেয়ে নেয় হাঙরে। কিন্তু, এতকিছুর পরেও সার্ফিং করাটা থামাননি তিনি। আসলে সমুদ্র যে তাঁর নেশা... তাই ঘরে কীভাবে বসে থাকেন বেথানি? স্রেফ মনের জোরে সেদিন সার্ফিং বোট নিয়ে বেরিয়ে পড়েছিলেন বেথানি। আগে যেমন চলছিল, ঠিক তেমনভাবেই চলতে থাকে সার্ফিং প্রশিক্ষণ। শারীরিক বাধা আসেনি যে তা নয়, তবে সার্ফিংটা চলেছে একইভাবে...

প্রতিবন্ধী হয়েও এবার বেথানি অংশ নেন ওয়ার্ল্ড সার্ফ লিগস ফিজি উওম্যান প্রো-তে। তরুণী এই হাওয়াই সার্ফার টুর্নামেন্টে হারিয়ে দেন সার্ফিংয়ে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। হারিয়ে দেন বিশ্বের একনম্বরকেও। যদিও, সেমি ফাইনালে গিয়ে হেরে যান বেথানি। শেষ করেন তিন নম্বরে। কিন্তু, তাতে কী! তারমধ্যেই বেথানি যা করে ফেলেছেন, সেটাই বা কম কীসে? এক সন্তানের জননীর গলাতেও তাই শোনা যায় সাফল্যের স্বাদ...

.