হাঁটুতে চোট! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই ধাওয়ান, পরিবর্তে দলে সঞ্জু স্যামসন
ধাওয়ানের বেশ খানিকটা সময় লাগবে চোট সারতে। আর তাই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাঁটুতে গভীর ক্ষতের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে দলে এলেন উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।
সুরাটে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলতে গিয়ে বাঁ হাঁটু কেটে যায় শিখর ধাওয়ানের। এমনকি স্টিচও করতে হয় ধাওয়ানের। সেই ছবি পোস্টও করেন গব্বর।
কিন্তু বোর্ডের মেডিক্যাল টিম তাঁর ক্ষত পরীক্ষা নিরীক্ষা করে দেখে জানায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম শিখরের। ধাওয়ানের বেশ খানিকটা সময় লাগবে চোট সারতে। আর তাই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান।
আরও পড়ুন - ধোনির অবসর প্রসঙ্গে যা জানাল সিএসকে
শিখর ধাওয়ানের পরিবর্তে দলে এলেন সঞ্জু স্যামসন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি সঞ্জুর। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় জাতীয় নির্বাচকদের একহাত নেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। শেষ পর্যন্ত গব্বরের চোটে ভারতীয় দলে ফের সুযোগ পেয়ে গেলেন সঞ্জু স্যামসন।