২০ সেকেন্ডের ভিডিয়ো! দেখে নিন ভারতীয় দলের পরবর্তী যুবরাজ সিংকে

শট খেলে ব্যাট সুইং করানোর স্টাইল অবিকল যুবরাজের মতো। ব্যাট লিফট ও শট ফিনিশ করার স্টাইলেও রয়েছে যুবরাজের ছায়া। 

Updated By: Nov 3, 2019, 04:53 PM IST
২০ সেকেন্ডের ভিডিয়ো! দেখে নিন ভারতীয় দলের পরবর্তী যুবরাজ সিংকে

নিজস্ব প্রতিবেদন : মাত্র ২০ সেকেন্ডর ভিডিয়ো। তাতেই দেখে নিতে পারেন ভারতীয় দলের পরবর্তী যুবরাজ সিংকে। ভাবছেন, কে সে! সেই ক্রিকেটারের আজ বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে মারকুটে অলরাউন্ডার হিসাবে তাঁর ডাক পড়েছে জাতীয় দলে। আর তাঁকে বেশ কিছুক্ষণ নেটে প্র্যাকটিস করতে দেখে অনেকেরই মনে হয়েছে, পরবর্তী যুবরাজ সিং। শিবম দুবের একটি ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই। সেখানে শিবমকে মারমুখী ব্যাটসম্যান হিসাবেই দেখা যাচ্ছে। শট খেলে ব্যাট সুইং করানোর স্টাইল অবিকল যুবরাজের মতো। ব্যাট লিফট ও শট ফিনিশ করার স্টাইলেও রয়েছে যুবরাজের ছায়া। দেখে হয়তো আপনারও মনে হতে পারে, পরবর্তী যুবিকে পেয়ে গিয়েছে ভারতীয় দল!

আরও পড়ুন-  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চাননি, বাংলাদেশের বিরুদ্ধে তিন সেকেন্ডে রাজি কোহলি!

মধ্যবিত্ত বাড়ির ছেলে শিবম। তাঁর বাবা ছোট থেকেই শিবমকে ক্রিকেটার হিসাবে দেখার স্বপ্ন দেখতেন। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। শিবম জাতীয় দলে ডাক পেয়েছেন। একটা সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরও শিবমের ক্রিকেট প্র্যাকটিস বন্ধ করতে দেননি তাঁর বাবা রাজেশ দুবে। রোজ তিনি নিজেই ৫০০ ডেলিভারি করতেন শিবমকে। বাড়িতেই চলত শিবমের প্র্যাকটিস। তার পর সারাদিন খাটাখাটনির পর তিনি নিজেই ছেলের গায়ে তেল মাখিয়ে মালিশ করে দিতেন। ১৪ বছর বয়সে শিবম প্রথমবার ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি হন। তার আগে পর্যন্ত বাবা রাজেশ দুবেই ছিলেন তাঁর প্রথম কোচ। মুম্বইয়ের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন। রনজি ট্রফিতে বদোদরার বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এর পর বিজয় হাজারে ট্রফিতেও ১৫টি ছক্কা হাঁকান তিনি। 

.