''এত বড় ভুরি, চর্বি ভর্তি গাল নিয়ে ও খেলবে কী করে!'' পাক ক্যাপ্টেনকে ধুয়ে দিলেন আখতার

পাকিস্তানের প্রাক্তন তারকারা দলের এমন অবস্থার জন্য অধিনায়ক সরফরাজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। 

Updated By: Jun 1, 2019, 01:27 PM IST
''এত বড় ভুরি, চর্বি ভর্তি গাল নিয়ে ও খেলবে কী করে!'' পাক ক্যাপ্টেনকে ধুয়ে দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদন : ওয়াসিম আক্রম পাকিস্তান দলের ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আধুনিক ক্রিকেটে ফিটনেস শেষ কথা। বিরাট কোহলি, কে এল রাহুলরা যখন ফিটনেসে নজির গড়ছেন, সরফরাজ আহমেদ, বাবর আজমরা ততটাই পিছিয়ে পড়ছেন। আক্রমের কথা কানে তোলেননি পাকিস্তানের ক্রিকেটাররা। বিরিয়ানি খাওয়াও থামেনি। যার ফলে দিনের পর দিন ওজন বেড়ে চলেছে পাক ক্রিকেটারদের। ফিটনেস বলে তাঁদের আর কিছুই নেই। 

আরও পড়ুন-  পাকিস্তান ১০৫! সরফরাজদের জন্য বিদ্রুপের শিকার ইমরান খান

অধিনায়ক বিরাট কোহলি একদিকে গোটা দলের কাছে ফিটনেস-এর উদাহরণ তৈরি করছেন। আরেকদিকে পাক অধিনায়ক সরফরাজ নিজেই ইয়া বড় একখানা ভুরি নিয়ে বিশ্বকাপে নেমেছেন। সরফরাজের এমন আনফিট চেহারা প্রতিযোগিতামূলক ক্রিকেটে একেবারে বেমানান। মনে করালেন শোয়েব আখতার। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে পাকিস্তান। শুধু হেরেছে বললে সবটা বলা হবে না। গো-হারা হেরেছে। মাত্র ১০৫ রানে শেষ হয়েছিল পাকিস্তানের ইনিংস। বিশ্বকাপের আগে টানা দশটি একদিনের ম্যাচে হেরেছে পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন তারকারা দলের এমন অবস্থার জন্য অধিনায়ক সরফরাজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। 

আরও পড়ুন-  ইউনিভার্স বস! বিশ্বকাপের শুরুতেই ডিবিলিয়ার্সকে টপকে রেকর্ড গেইলের

শোয়েব আখতার প্রশ্ন তুললেন সরফরাজের ফিটনেস নিয়ে। পাকিস্তানের প্রাক্তন পেসার বললেন, ''সরফরাজ আহমেদ টস করার জন্য তখনই দেখলাম ওর এত বড় একখানা ভুরি ঝুলে রয়েছে। ওর গাল চর্বিতে ভরা। মুখটা ফুলে রয়েছে। ও-ই প্রথম অধিনায়ক, যাকে দেখে আমার পুরোপুরি আনফিট বলে মনে হল। নিজেকে তো ও নাড়াতেই পারছে না। কিপিং করার সময় ও যেন নিজের সঙ্গেই লড়াই করছে। এমন অধিনায়ক কী করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে!'' 

.