নিজস্ব প্রতিবেদন: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। রবিবাসরীয় মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। রীতিমতো তেতে উঠছে মঞ্চ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হবে রণাঙ্গনে। বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজমের (Babar Azam) ডুয়েলের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: T20 World Cup: মুখোমুখি India-Pakistan, মহারণের আগে বিস্ফোরক দুই দলের দুই ক্যাপ্টেন


ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে শোয়েব আখতার গুরুত্বপূর্ণ টিপস দিলেন পাক ক্যাপ্টেন বাবরকে। চাপমুক্ত থাকার কথাই বলছেন প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার। টুইটারে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' লিখলেন, "সবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বাবর আজম ঘাবড়ে যেও না!"


ম্যাচের আগে ভারত অধিনায়ক কোহলি জানিয়েছেন, "আমি এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। এত ভাবার কোনও প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হবে ম্যাচটায় ভাল খেলা। দল হিসেবে সেটাই আসল। এই ম্যাচ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি সেই মানুষ নই যে তাদের খিদে মেটাতে কিছু বলব।" 


অন্যদিকে, পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের কথায়, "এটি বিশ্বকাপ। কোনও ম্যাচকেই হালকাভাবে নিচ্ছি না। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনাকর। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভাল খেলতে হবে। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।" 


ভারত-পাকিস্তান ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল- Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 and Star Sports 3 HD এবং ডিডি-১ সরাসরি দেখা যাবে। ডিজনি+হটস্টার এপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ সম্প্রচার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)