T20 World Cup: মুখোমুখি India-Pakistan, মহারণের আগে বিস্ফোরক দুই দলের দুই ক্যাপ্টেন

মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত

Updated By: Oct 24, 2021, 02:32 PM IST
T20 World Cup: মুখোমুখি India-Pakistan, মহারণের আগে বিস্ফোরক দুই দলের দুই ক্যাপ্টেন
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: রবিবার জমজমাট টি-২০ বিশ্বকাপ। মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। পরিসংখ্যান জানাচ্ছে,  টি২০ এবং ৫০ ওভারের (৭টি ওয়ান ডে ম্যাচ এবং ৫টি টি২০ ম্যাচ) বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২ ম্যাচে মুখোমুখি হয়ে এখনও জয় পায়নি পাকিস্তান দল। তাই সেই মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত। তবে ইতিহাস বদলাতে মরিয়া প্রস্তুতি মিচ্ছে পাক ক্রিকেট টিমও।

শেষবার ভারত ২০১৯-এ ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও জয়ের হাসি হাসে ভারতই। রবিবার ভারতীয় সময় অনুযায়ী ৭.৩০-এ ম্যাচ শুরু হবে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে।

আরও পড়ুন, India-Pakistan T20: 'ভারত-পাক ম্যাচ দেশের স্বার্থের বিরোধী', ঝাঁঝালো আক্রমণ রামদেবের

এই ব্লকব্লাস্টার ম্যাচের আগে দুই দলের দুই ক্যাপ্টেন কী জানিয়েছেন? ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি জানিয়েছেন, "আমি এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। এটি নিয়ে তাই বেশি ভাবার কোনও প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হবে ম্যাচটি ভাল করে খেলা। দল হিসেবে সেটাই প্রাধান্য। এই ম্যাচ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি সেই মানুষ নই যে তাদের খিদে মেটাতে কিছু বলব।" 

অন্যদিকে, পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের কথায়, "এটি বিশ্বকাপ। কোনও ম্যাচকেই হালকাভাবে নিচ্ছি না। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনাকর। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভাল খেলতে হবে। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।" 

তবে পিচ নিয়ে বিরাটের গলায় কিছুটা আশা শোনা যায়। হাইভোল্টেজ ম্যাচে পিচ আরও ভাল হবে এমনটাই আশা করছেন তিনি। কোহলি বলেন, "পিচের কোয়ালিটি আরও ভাল হবে মনে হচ্ছে। আমরা জানি আইসিসির নিয়ম অনুযায়ি পিচ বানানো ও দেখভাল করা হয়। আইপিএল এর থেকেও বিশ্বকাপের ম্যাচগুলিতে তাই পিচ অত্যন্ত জরুরি। 

এদিকে ভারতের বিরুদ্ধে জয় নিয়ে ইতিহাস বদলাতে প্রস্তুত বাবরের দল। পাক অধিনায়কের কথায়, "প্রতিটি দলেরই নিজস্ব শক্তি রয়েছে। আমাদের বলিং যেমন অত্যন্ত স্ট্রং। টুর্নামেন্ট জিততে এটাই মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের বোলাররাও ভাল ফর্মে রয়েছে। প্রত্যেকের বড় টুর্নামেন্ট যেমন চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। এটা বাড়তি পাওনা ।" 

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল- Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 and Star Sports 3 HD এবং ডিডি-১ সরাসরি দেখা যাবে। ডিজনি+হটস্টার এপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ সম্প্রচার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.