হঠাত্‍ অবসর সানিয়ার স্বামীর- জীবনের শেষ টেস্টে শোয়েব মালিক করলেন শূন্য রান

সবাইকে চমকে দিয়ে হঠাত্ই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন শোয়েব মালিক। শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে সানিয়া মির্জার ক্রিকেটার স্বামী জানিয়ে দিলেন, এটাই শেষ টেস্ট তিনি আর পাঁচদিনের ম্যাচে খেলবেন না। ৩৩ বছরের শোয়েব জানিয়ে দিলেন, এটাই টেস্ট থেকে অবসরের সেরা সময়। এখন আমি ২০১৯ বিশ্বকাপে মনোযোগ দিতে চাই।''  

Updated By: Nov 3, 2015, 08:56 PM IST
হঠাত্‍ অবসর সানিয়ার স্বামীর- জীবনের শেষ টেস্টে শোয়েব মালিক করলেন শূন্য রান

ওয়েব ডেস্ক: সবাইকে চমকে দিয়ে হঠাত্ই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে সানিয়া মির্জার ক্রিকেটার স্বামী জানিয়ে দিলেন, এটাই শেষ টেস্ট তিনি আর পাঁচদিনের ম্যাচে খেলবেন না। ৩৩ বছরের শোয়েব জানিয়ে দিলেন, এটাই টেস্ট থেকে অবসরের সেরা সময়। এখন আমি ২০১৯ বিশ্বকাপে মনোযোগ দিতে চাই।''  

পাঁচ বছর পর টেস্টে দলে খেলার সুযোগ পেয়েছিলেন ভারতের জামাই শোয়েব। কিন্তু তিন টেস্টে খেলার পরই হঠাত্‍ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন শোয়েব। জীবনের শেষ টেস্টে শোয়েব করলেন শূন্য রান। তবে প্রথম ইনিংসে বল হাতে চার উইকেট নিয়েছেন। টেস্ট দলে ফিরে আসার পরই শোয়েব আবুধাবি টেস্টে করেছিলেন ২৪৫ রান।

শারজা টেস্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে পাকিস্তানকে জেতাতে বোলার শোয়েব মালিককে দরকার মিসবা উল হকের। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লিড ৭৪ রান, হাতে ৭ উইকেট। পিচের যা পরিস্থিতি তাতে ২৫০ রানের লিড নিতে পারলে বিপদে পড়ে যাবে পাকিস্তান।

 

টেস্টে শোয়েব মালিক--

টেস্ট খেলেছেন- ৩৪টি। মোট রান-১৮৬০। মোট শতরান-৩। গড়-৩৫.৭৬। উইকেট নিয়েছেন-২৫টি।

.