নিজস্ব প্রতিবেদন : শট খেলতে গেলেন। ভেঙে দিলেন উইকেট। জুনিয়র কোনও ক্রিকেটার নয়। তিনি শোয়েবব মালিক। পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান। তিনিও এমন ভুল করে বসলেন। ইংল্যান্ডের পেসার মার্ক উডকে লেট কাট মারতে চেয়েছিলেন মালিক। কিন্তু পিছনের পা ঠিকঠাক পজিশনে ছিল না। তাই সপাটে উইকেটে ব্যাট দিয়ে মেরে বসলেন। মালিকের এমন কাণ্ড দেখার পর ইংল্যান্ডের ক্রিকেটাররাও হেসে উঠলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'স্ট্যান্ড বাই', বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি



একদিনের ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার হিট-উইকেট আউট হলেন মালিক। অষ্টম ব্যাটসম্যান হিসাবে। এর আগে অ্যালান বর্ডার, কুমার সঙ্গকারা, মিসবা উল হক এমন আউটের শিকার হয়েছেন। এর আগে ২০০৩ সালে প্রথমবার হিট-উইকেট আউট হয়েছিলেন সানিয়া মির্জার স্বামী। ২৬ বলে ৪১ রানে ব্যাট করছিলেন মালিক। ফর্মে রয়েছেন গোটা সিরিজজুড়ে। কিন্তু সিরিজের চতু্র্থ একদিনের ম্যাচে এমন হাস্যকর আউট হলেন মালিক।


আরও পড়ুন-  থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশ্বকাপে বিশেষ ভূমিকায় প্রথমবার তিন মহিলা



শোয়েব মালিকের এমন আউট নিয়ে প্রবল হাসাহাসি চলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের কেউ লিখলেন, এমন কমেডি মাঠে দেখাতে পারে একমাত্র পাকিস্তানি ক্রিকোররা। কেউ আবার লিখলেন, এটাই শতাব্দীর সেরা হিট-উইকেট আউট। একজন আবার লিখলেন, এভাবেই টেনিস খেললেন শোয়েব মালিক। এদিন প্রথমে ব্যাট করে ৩৪০ রান করেছিল পাকিস্তান। বাবর আজম করলেন ১১৫। মহম্মদ হাফিজ ৫৯। ফকর জামান ৫৭। জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড। জেসন রয় করেন ১১৪। বেন স্টোকস অপরাজিত ৭১।