IPL 2022, KKR: এই ভারতীয় ক্রিকেটারকে ক্যাপ্টেন করার জন্য ঝাঁপাচ্ছে কেকেআর

ক্যাপ্টেন হিসাবেও এই ক্রিকেটারের অভিজ্ঞতা যথেষ্ট ভাল। দেখা যাক কেকেআর-এ তিনি আসেন কি না!

Updated By: Jan 11, 2022, 06:46 PM IST
IPL 2022, KKR: এই ভারতীয় ক্রিকেটারকে ক্যাপ্টেন করার জন্য ঝাঁপাচ্ছে কেকেআর
শ্রেয়স আইয়ারকে নিতে ঝাঁপাচ্ছে কেকেআর

নিজস্ব প্রতিবেদন: আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। এবার আর ৮ দল নয়, আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। ফ্র্যাঞ্চাইজিগুলি চাইবে সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে সেরার সেরা প্লেয়ারদের সই করাতে। তিলোত্তমার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট  রাইডার্সের (Kolkata Knight Riders) পাখির চোখ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতের এই তরুণ ক্রিকেটারকেই ক্যাপ্টেন করতে মরিয়া কেকেআর (KKR)। এমনটাই রিপোর্ট দ্য টাইমস অফ ইন্ডিয়ার।

কেকেআর আসন্ন আইপিএলের আগে আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) ও সুনীল নারিনকে (৬ কোটি) ধরে রেখেছে। যার মানে গতবারের অধিনায়ক অইন মর্গ্যানকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। নিলামে মর্গ্যানকে ফের কিনে অধিনায়ক না করলে এই বছর কেকেআরের ক্যাপ্টেনসির গুরুদায়িত্ব উঠবে নতুন কারোর কাঁধে। অন্যদিকে আইয়ারের টিম দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) ও অ্যানরিচ নোকিয়াকে (৬.৫০ কোটি) ধরে রেখেছে। ফলে আইয়ার এখন ফ্রি এজেন্ট। 

আরও পড়ুন: Harbhajan Singh: 'ছক্কা হাঁকানোই সব না, সিঙ্গলসের সঙ্গে বল ছাড়াও গুরুত্বপূর্ণ'

গতবছর চোট পেয়ে আইয়ার ছিটকে যাওয়ায় পন্থকেই ক্যাপ্টেন হিসাবে বেছে নেয় রিকি পন্টিংয়ের টিম। পন্থের আগে আইয়ার দিল্লির ক্যাপ্টেন ছিলেন ২০২০ সালের আইপিএলে। ২৭ বছরের মুম্বইয়ের ব্যাটার শুধু ব্যাট হাতেই (৩৪.০০-এর গড়ে ৫১৯) সেবার ছাপ রাখেননি মাঠে, ক্যাপ্টেন হিসাবেও দিল্লিকে নিয়ে যান ফাইনালে। ফলে ক্যাপ্টেন হিসাবেও যথেষ্ট অভিজ্ঞ আইয়ার। শুধু কেকেআর-ই নয়, আইয়ারকে নিতে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চাইজিরাও। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবার। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। শোনা যাচ্ছে লখনউয়ের ক্যাপ্টেন হতে পারেন কেএল রাহুল (KL Rahul)। আহমেদাবাদের দায়িত্ব নিতে পারেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) কারণ পঞ্জাব রাহুলকে ও মুম্বই পাণ্ডিয়াকে রিটেইন করেনি। ফলে তাঁরা ফ্রি এজেন্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.