Shreyas Iyer: অভিষেক টেস্টেই সেঞ্চুরি শ্রেয়সের! তালিকায় রয়েছেন আর কোন কোন ভারতীয়?

অসাধারণ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের।

Updated By: Nov 26, 2021, 10:55 AM IST
Shreyas Iyer: অভিষেক টেস্টেই সেঞ্চুরি শ্রেয়সের! তালিকায় রয়েছেন আর কোন কোন ভারতীয়?
শ্রেয়স আইয়ার

নিজস্ব প্রতিবেদন: অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস লিখলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরির রেকর্ড করলেন তরুণ প্রতিভাবান মিডল অর্ডারের ব্যাটার। শুক্রবার অর্থাৎ আজ কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সকালেই কাঙ্খিত শতরানের স্বাদ পেলেন মুম্বইয়ের বছর ছাব্বিশের ক্রিকেটার। শ্রেয়স যে, তিন সংখ্যার রান স্পর্শ করতে পারেন তার ইঙ্গিত দিয়েছিলেন গতকালই। দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। যদিও সেঞ্চুরির পর শ্রেয়স আর মাত্র পাঁচ রানই যোগ করতে পেরেছেন এদিন। ১৭১ বল খেলার পর শ্রেয়সকে ১০৫ রানে থামান টিম সাউদি। কভারের ওপর দিয়ে খারাপ শট খেলতে গিয়েই উইল ইংয়ের হাতে ক্যাচ তুলে দেন শ্রেয়স। ১৩টি চার ও দু'টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

আরও পড়ুন: INDvsNZ: Ravindra Jadeja-কে নিয়ে অভিষেক টেস্টে অর্ধ শতরান করে নজর কাড়লেন Shreyas Iyer

দেখে নেওয়া যাক যে ১৬ জন ভারতীয় ক্রিকেটার অভিষেক টেস্টে ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন

১৯৩৩ সালে লাল অমরনাথ (ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইতে ১১৮ রান) 
১৯৫২ সালে দীপক শোধন (পাকিস্তানের বিরুদ্ধে কলকাতায় ১১০)
১৯৫৫  সালে এজি কৃপাল সিং (নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে অপরাজিত ১০০)
১৯৬৪ সালে হনুমন্ত সিং (ইংল্য়ান্ডের বিরুদ্ধে দিল্লিতে ১০৫)
১৯৬৯ সালে গুণ্ডাপ্পা বিশ্বনাথন (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কানপুরে ১৩৭)
১৯৮৫ সালে মহম্মদ আজহারউদ্দিন (ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ১১০)
২০১৩ সালে শিখর ধাওয়ান (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে ১৮৭)
২০১৩ সালে রোহিত শর্মা (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় ১৭৭)
২০১৮ সালে পৃথ্বী শ (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে ১৩৪)
২০২১ সালে শ্রেয়স আইয়ার (নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে ১০৫)

শ্রেয়স ২০১৭ তে দেশের হয়ে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে অভিষেক করেন। কিন্তু টেস্ট অভিষেকের জন্য় দীর্ঘদিন অপেক্ষা করতে হল শ্রেয়সকে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন। ৫২.১৮ এর গড়ে করেছেন ৪৫৯২ রান। ১২টি শতরান ও ২৩টি অর্ধ-শতরান করেছেন শ্রেয়স।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.