ওয়েব ডেস্ক: ক্রিকেটে আবার এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকানোর ঘটনা ঘটল। তাও আবার এক ভারতীয় এই কাণ্ড ঘটালেন। টাইমস শিল্ড বি ডিভিশনের ম্যাচে সাগর মিশ্র নামের এক ব্যাটসম্যান হাঁকালেন ওবারে ৬টা ছক্কা। ওয়েস্টার্ন রেলওয়েডের ২৩ বছরের অলরাউন্ডার ঢুকে পড়লেন ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর এক বিরল সম্মানের ক্লাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- যুবরাজের রিসেপশনে কী যাবেন ধোনি


সাগর যে বোলারের ওভারে আধডজন ছক্কা হাঁকালেন সেই দুর্ভাগ্যবান বোলারের নাম তুষার কুমারে। আরসিএফ দলের অফ স্পিনার তুষার ভাবতেও পারেননি এভাবে তাঁর ওভারে সর্বোচ্চ রান তুলে নেবেন সাগর। মজার কথা তুষার ভাল বল করছেন দেখে সাগরকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। শেষ অবধি ৪৬ বলে ৯১ রানে অপরাজিত থাকেন সাগর। ইনিংসে সব মিলিয়ে মারেন মোট ৯টি ছক্কা।  


ওভারে ৬টা ৬ মারার ক্লাবের সদস্য রবি শাস্ত্রী, যুবরাজ সিংয়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে ঢুকে পড়লেন সাগর।