আশঙ্কার মেঘ সরে আপাতত সোনিতে স্বস্তি
বাড়ি ফিরে এখন কী করছেন সোনি?
নিজস্ব প্রতিবেদন : মরসুমের মাঝপথে মোহনবাগান ছেড়ে ... মারাদোনার দেশে উড়ে গেছেন সোনি নর্দি। আর্জেন্টিনায় সোনির পরিচিত বোকা জুনিয়ার্সের শল্য চিকিত্সক মারিয়ানো চাকুনের কাছে হাঁটুর অপারেশন হয়েছে। বৃহস্পতিবার হাঁটুর সফল অস্ত্রোপচারের পর বাগানের হাইতিয়ান তারকা ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছিলেন , আমার অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে। যারা আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের ধন্যবাদ। গড ইজ গ্রেট। পাশাপাশি সোনি জানান, বাড়ি ফিরে যাচ্ছি ... ধন্যবাদ ডঃ মারিয়ানো চাকুন এবং বিশেষ ধন্যবাদ আমার ভাই জুদেলিন আভেস্কাকে।
আরও পড়ুন- আমরা জেতার যোগ্য ছিলাম না, স্বীকারোক্তি বিরাটের
বাড়ি ফিরে এখন কী করছেন সোনি? সেই ভিডিও পোস্ট করেছেন হাইতিয়ান ফুটবলার। ইতিমধ্যেই চিকিত্সকের পরামর্শমতো রিহ্যাব শুরু করে দিয়েছেন সোনি।
তারপর মাঠে নেমে অনুশীলন শুরু করতে পারবেন। সবমিলিয়ে প্রায় মাস তিনেক সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে।
আরও পড়ুন- মোক্ষম ম্যাচে ভারতকে ভোগাচ্ছে অভিশপ্ত 'নো বল'
আশঙ্কার মেঘ সরে আপাতত সোনিতে স্বস্তি। সেই সঙ্গে সোনির ফেরার প্রতীক্ষা শুরু সবুজ-মেরুন সমর্থকদের।