South Africa, IND vs SA: ২.৪ ওভারেই প্রথম পাঁচ ডাগআউটে! চূড়ান্ত লজ্জা বাভুমাদের
২০ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনী মাত্র ২.৪ ওভারে প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে। টি-২০ ক্রিকেট ম্যাচে এটাই সবচেয়ে কম সময়ে পাঁচ উইকেট পতনের রেকর্ড। যা করল দক্ষিণ আফ্রিকা।
![South Africa, IND vs SA: ২.৪ ওভারেই প্রথম পাঁচ ডাগআউটে! চূড়ান্ত লজ্জা বাভুমাদের South Africa, IND vs SA: ২.৪ ওভারেই প্রথম পাঁচ ডাগআউটে! চূড়ান্ত লজ্জা বাভুমাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/28/391265-ind-vs-sa.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium, Thiruvananthapuram) চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। এদিন রোহিত শর্মা (Rohit Sharma) টস জিতে টেম্বা বাভুমাদের (Temba Bavuma) ব্যাট করতে পাঠান। রোহিতের সিদ্ধান্তের মান রাখেন ভারতীয় বোলাররা। শিশির ফ্যাক্টর ও পিচে ঘাসের পুরো ফায়দা তুললেন অর্শদীপ সিং (৩ উইকেট), দীপক চাহার (২) ও হর্ষল প্যাটেলরা (২)। ২০ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনী মাত্র ২.৪ ওভারে প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে। টি-২০ ক্রিকেট ম্যাচে এটাই সবচেয়ে কম সময়ে পাঁচ উইকেট পতনের রেকর্ড। যা করল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: IND vs SA : পাক ম্যাচের 'ভিলেন' অর্শদীপের আগুনে ভস্মীভূত দক্ষিণ আফ্রিকা
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
এদিন দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন চোট সারিয়ে ফিরে আসা দীপক চাহার। প্রথম ওভারের শেষ বলে বাভুমার উইকেট উড়ে যায়। প্রোটিয়াসরা তখন ১ রানে ১ উইকেট। এরপর আরও বড় ধাক্কা অপেক্ষা করছিল বিপক্ষের জন্য। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ফের জাত চেনালেন অর্শদীপ। তুলে নিলেন বিপক্ষের তিনটি উইকেট। সেখানেই খেলা থেকে হারিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই বোল্ড হলেন কুইন্টন ডি কক। সেই ওভারের পঞ্চম বলটি বাইরে যাচ্ছিল। রিলে রসোউয়ের মতো ব্যাটার খোঁচা দিতেই বল গিয়ে জমা হয় ঋষভ পন্থের গ্লাভসে। ওভারের শেষ বলটি ছিল ক্রিকেটের পরিভাষায় 'আনপ্লেয়েবেল'। অর্শদীপের ভিতরে আসা 'বানানা সুইং' ভয়ঙ্কর ডেভিড মিলারের স্টাম্প উড়িয়ে দিল। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন একেবারে ব্যাকফুটে প্রোটিয়াসরা। এরপর ট্রিস্টান স্টাবস প্রথম বলেই আউট হয়ে যান। চাহারের বলে ক্যাচ তুলে দেন অর্শদীপের হাতে।