নিজস্ব প্রতিবেদন : আজ হয়তো ভারতীয় ফুটবলপ্রেমীদের সবার আগে চোখ থাকবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে। তা বলে ভুলে গেলে চলবে না, আজ রাত ৮ টা-তেই এবারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং মালি। দ্বিতীয় সেমিফাইনাল হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। বিশ্বফুটবলে বেশ কয়েক বছর দাপট দেখিয়েছে স্পেন। বিশ্বকাপ থেকে ইউরো কাপ, সবই ঘরে তুলেছে তারা। কিন্তু, স্পেনের ছোটরা কখনও অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার স্প্যানিশদের সামনে সেই সুযোগ রয়েছে। তবে, পেরোতে হবে এখনও দুটো ধাপ। যার প্রথম ধাপটা স্পেনকে পেরোতে হবে আজই। হারাতে হবে মালিকে। যারা কিনা এবারের প্রতিযোগিতার শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে। স্পেন অবশ্য এই নিয়ে ছ'বার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হানিমুন পিরিয়ড শেষ! আজ লজ্জায় পড়া থেকে বাঁচতে হবে বিরাটের দলকে


তাই ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে শুরু করবে স্পেন। তাদের কোচ সান্তিয়াগো দানিয়া বলেছেন, 'আমাদের কারও উপরেই কোনও চাপ নেই। না ফুটবলারদের উপর। না তো আমার উপর। না তো আমাদের ফুটবল ফেডারেশনের উপর। আমাদের ছেলেরা ওদের স্বাভাবিক খেলাই খেলবে।' ১৯৯৯ সালে অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেখান থেকেই উঠে এসেছিলেন ক্যাসিয়াস, জাভিরা। এবারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপকেও সেইভাবেই দেখছেন স্প্যানিশ কোচ। অন্যদিকে, মালিকেও খুব একটা সহজ প্রতিপক্ষ ভাবার কোনও কারণ নেই। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে দু'বারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ঘানাকে। শেষ ১৬-র লড়াইতে তো তারা ইরাককে উড়িয়ে দিয়েছিল পাঁচ গোলে। এখন দেখার, স্পেনের ছোটরা কী মালির এই দৌড় থামাতে পারে কিনা।


আরও পড়ুন  'আমরা আবার ফিরে এসেছি', সচিন-কাম্বলি ফের এক ফ্রেমে