ওয়েব ডেস্ক: শুক্রবার রাতে এবারের ইউরোয় ফের নামছে স্পেন। স্প্যানিশ আর্মাডার প্রতিপক্ষ তুরস্ক। দুহাজার চার সালে শেষবার ইউরোয় ম্যাচ হেরেছিল লা রোজা বাহিনী। তারপর টানা দুবার ইউরোপ সেরা হওয়ার পাশাপাশি টানা তেরোটা ম্যাচ অপরাজিত পিকে,র‍্যামসরা। চেকদের এক শূন্য গোলে হারিয়ে এবারের ইউরোর অভিযান শুরু করলেও দেল বস্ক ব্রিগেডের খেলা মন ভরাতে পারেনি। তিকিতাকার ঝলকে দেখিয়েছিলেন একমাত্র ইনিয়েস্তা।


দলের কাছ থেকে আরও ভাল পারফরম্যান্সের আশায় দেল বস্ক। ফরওয়ার্ডে প্রথম ম্যাচে নজর কাড়তে পারেননি মোরাতা। তুরস্কের বিরুদ্ধে স্পেনের ফরওয়ার্ড লাইনে পরিবর্তন হতে পারে। গোলে কাসিয়াসের পরিবর্তে ফের শুরু করবেন ডি ঘেয়া।
অন্যদিকে স্প্যানিশ ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে মরিয়া তুরস্ক। দলের সেরা তারকা ও বার্সেলোনায় খেলা আর্দা তুরান অবশ্য এই লড়াইয়ে নিজেদের আন্ডারডগই ধরছেন। অতীতে দশবারের সাক্ষাতে স্পেনকে মাত্র একবার হারিয়েছে তুরস্ক। যে কোনও মেগা টর্নামেন্টে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ।