ঋষভ পন্থের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন সচিন
ঋষভ পন্থে মজেছেন সচিন। এই উদীয়মান উইকেটরক্ষকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন মাস্টার ব্লাস্টার।
ব্যুরো: ঋষভ পন্থে মজেছেন সচিন। এই উদীয়মান উইকেটরক্ষকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন মাস্টার ব্লাস্টার।
সচিন মনে করেন মা কিংবা বাবার মৃত্যুর শোক কাটিয়ে একজন ক্রিকেটারের মাঠে ফিরে আসাটা খুবই কঠিন কাজ। উনিশশো নিরানব্বই সালে বিশ্বকাপ চলাকালীন সচিনের পিতৃবিয়োগ হয়েছিল। বাবার শেষকৃত্য সেরে তিনি আবার দেশের স্বার্থে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে। মাঠে নেমে কেনিয়ার বিরুদ্ধে শতরান করে কেঁদে ফেলেছিলেন সচিন। ঋষভ পন্থের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এবারের আইপিএল শুরুর আগেই ঋষভের বাবার আকস্মিক মৃত্যু হয়। উনিশ বছরের এই ক্রিকেটারও বাবার শেষকৃত্য সেরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে প্রথম ম্যাচে নেমে অর্ধশতরান করেন। সচিনের দাবি এই সহনশীলতা ঋষভকে অনেক দূর নিয়ে যাবে। মাস্টারের মতে ব্যাটে যুবরাজ ও রায়নার কম্বিনেশন রয়েছে ঋষভের মধ্যে। মাহির পর ঋষভ পন্থ ভারতের সব ফরম্যাটের উত্তরসূরী হয়ে উঠতে পারেন বলেই আশা করেন সচিন তেন্ডুলকর।