নিজস্ব প্রতিবেদন: নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই চেনা ছন্দে শান্তাকুমারন শ্রীসন্থ। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে সাত বছরের নির্বাসন কাটিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের হয়ে বাইশ গজে প্রত্যাবর্তন হল শ্রীসন্থের। প্রথম ম্যাচ জিতে নিল কেরল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাত বছর পর মাঠে ফিরে সেই আগের মতোই আগ্রাসী ৩৭ বছর বয়সী শ্রীসন্থ। এখনও সেই উইকেটের খিদে রয়ে গিয়েছে প্রত্যেক ডেলিভারিতে। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে পণ্ডিচেরির বিরুদ্ধে প্রথম ম্যাচেই চেনা মেজাজে পাওয়া গেল শ্রীসন্থকে। পণ্ডিচেরির ওপেনার ফাবিন আহমেদকে বোল্ড করে শ্রীসন্থ। এদিন চার ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন শ্রীসন্থ।


আরও পড়ুন- Ind vs Aus: পেটের পেশিতে টান, Brisbane Test-এর আগে ছিটকে গেলেন বুমরা


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামার আগে টুইটারে ভক্তদের উদ্দেশে শ্রীসন্থ লেখেন, "আমার প্রিয় বন্ধুরা, কখনও স্বপ্ন দেখা ছেড়ে দিও না। স্বপ্ন দেখতে থাক, সামান্য সম্ভাবনা থাকলেও আশা ছেড়ো না।"


আরও পড়ুন- অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা Ravindra Jadeja-র