অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা Ravindra Jadeja-র

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও জাদেজাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 12, 2021, 03:21 PM IST
অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা Ravindra Jadeja-র
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন:  সিডনিতে তৃতীয় দিনে মিচেল স্টার্কের বাউন্সারে চোট পান রবীন্দ্র জাদেজা। জাদেজার বাঁ-হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়। দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি। অস্ট্রেলিয়াতেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাদেজার অস্ত্রোপচার। ছয় সপ্তাহ মাঠের বাইরে ভারতীয় অলরাউন্ডার। তবে অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা।

বাঁ হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচারের পর রবীন্দ্র জাদেজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "কয়েকদিনের জন্য ছিটকে গেলাম। অস্ত্রোপচার শেষ। শীঘ্রই মাঠে ফিরে আসব।"

আরও পড়ুন- Ind vs Aus: পেটের পেশিতে টান, Brisbane Test-এর আগে ছিটকে গেলেন বুমরা

আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জাড্ডুকে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও জাদেজাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ে ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু।  

আরও পড়ুন- Ind vs Aus: 'আমিই বোকা', সবার সামনে অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন পেইন

.