নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াক্ষেত্রেও ব্যপক প্রভাব পড়েছে মারণ ভাইরাসের। ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে মাঠে-ময়দানে। রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করা ভাল, করোনাভাইরাসের বিরুদ্ধে শক্ত থাকার বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধরমশালা থেকে লখনউতে যাওয়ার সময় ভারত অধিনায়ককে মাস্ক পরতে দেখা গিয়েছে। যদিও ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ আপাতত বাতিল হয়ে গিয়েছে করোনাভাইরাসের কারণে। এবার করোনা সচেতনতায় বিরাট কোহলি টুইট করে লেখেন, "সবাই শক্ত থাকুন।কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করুন সবধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে।নিরাপদে থাকুন।মনে রাখবেন প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করা ভালো। সবাই সাবধানে থাকুন।"



কোহলির পাশাপাশি করোনা সচেতনতা নিয়ে টুইট করেছেন কে এল রাহুলও।




মহামারী করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। উদ্বেগজনক পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচও বাতিল করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায় বৃষ্টিতে ভেস্তে যায়। আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরবে দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন - মহামারী করোনার থাবায় স্থগিত আইপিএল, বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজও