বিশাখাপত্তনমে গ্যাস লিক, মৃতের পরিবারকে সমবেদনা কোহলি, সানিয়ার
একে করোনায় রক্ষে নেই বিশাখাপত্তনমে দোসর গ্যাস লিক।
নিজস্ব প্রতিবেদন: একে করোনায় রক্ষে নেই বিশাখাপত্তনমে দোসর গ্যাস লিক। লকডাউনের মাঝে একটি রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক করে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালে ভর্তি বহু মানুষ। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থ প্রায় দেড় হাজারের উপর। এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি ভীষণ চিন্তিত ভারতীয় ক্রীড়াজগত। এই ঘটনার পর টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং বাকিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরাট কোহলি এবং সানিয়া মির্জা।
My condolences to the families who lost their loved ones in the #VizagGasLeak. Praying for everyone affected and recovering in the hospital.
— Virat Kohli (@imVkohli) May 7, 2020
ভারত অধিনায়ক টুইটারে লিখেছেন, "ভাইজ্যাকে গ্যাস লিক হয়ে যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আর যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।"
What an unfortunate incident with the gas leak in Vizag prayers and thoughts are with everyone there and specially ppl and families affected .. stay strong Vizag .. #prayforvizag
— Sania Mirza (@MirzaSania) May 7, 2020
সানিয়া মির্জা দুঃখপ্রকাশ করে লিখেছেন " ভাইজ্যাকের গ্যাস লিক অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। নিহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে যান সেই দোয়া করছি। সবাই নিরাপদে থাকুন।"
আরও পড়ুন - ৬০ সেকেন্ডে সারার তৈরি কাবাব চেটেপুটে খেলেন সচিন