ভারতের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভ স্মিথ

ভবিষ্যতের দিকে তাকিয়েই অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন হল। মাইকেল ক্লার্কের চোটের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। ২৫ বছরের নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটসম্যান দেশের ৪৫ তম টেস্ট অধিনায়ক হলেন। পন্টিং পরবর্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্মিথকেই সবচেয়ে প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান হিসাবে দেখা হয়।

Updated By: Dec 15, 2014, 10:41 AM IST
ভারতের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভ স্মিথ

ওয়েব ডেস্ক: ভবিষ্যতের দিকে তাকিয়েই অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন হল। মাইকেল ক্লার্কের চোটের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। ২৫ বছরের নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটসম্যান দেশের ৪৫ তম টেস্ট অধিনায়ক হলেন। পন্টিং পরবর্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্মিথকেই সবচেয়ে প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান হিসাবে দেখা হয়।

ক্লার্কের বদলে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন অভিজ্ঞ উইকেটকিপার তথা সহ অধিনায়ক ব্র্যাড হাডিন। কিন্তু ক্লার্কের ক্রিকেট জীবন অনিশ্চিত থাকায় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই অসি নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে এমন একজনকে অধিনায়ক করলেন যার প্রতিভার প্রতি অগাধ আস্থা নির্বাচকদের। ২৩টি টেস্ট খেলে স্মিথ করছেন ১৭৪৯ রান, গড় ৪৬.০২। অ্যাসেজ সিরিজের কথা মাথায় রেখে স্মিথকে সময় দেওয়ার জন্যই হাডিনের বদলে তাঁকে আনা হয়েছে বলে বিশেষজ্ঞমহলের মত। এদিকে, চলতি টেস্টে সিরিজে ব্র্যাড হাডিনকেই সহ অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হল।

এদিকে, বিশ্বকাপে মাইকেল ক্লার্কের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। ক্লার্কের চোট বেশ গুরুতর বলেই ডাক্তররা জানিয়েছেন।

.