জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা ছিল তাঁর দীর্ঘদিনের বোলিং পার্টনার জেমস অ্যান্ডারসনের (James Anderson) অবসর নেওয়া নিয়ে। যদিও সবাইকে চমকে দিয়ে ওভাল টেস্টের পর অবসরের কথা ঘোষণা করলেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ম্যাচের তৃতীয় দিনের শেষে ব্রিটিশ পেসার ঘোষণা করেন, "সোমবার অর্থাৎ ৩১ জুলাই ক্রিকেটে আমার শেষদিন হতে চলেছে। আমি সবসময় শীর্ষে থাকার সময় শেষ করতে চেয়েছি। মনে হচ্ছে, এটাই সেই সিদ্ধান্তের জন্য সেরা সময়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে ভাল কিছু করতে চাই এবার।" সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিনও অবশ্য এড়াতে পারলেন না তাঁর ওভারে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছয় ছক্কা হাঁকানোর প্রসঙ্গ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ((ICC T20 World Cup 2007) ‘ভূত’ তাঁকে আজও তাড়া করে বেড়ায় ব্রডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম বোলার হিসেবে এক ওভারে ছটি ছক্কা হজম করতে হয়েছিল তাঁকে। সেই লজ্জার রেকর্ড যে মানসিক ভাবে তাঁকে ভেঙে দিয়েছিল, ১৭ বছর পরও তা কথা অকপটেই স্বীকার করলেন ইংল্যান্ডের জোরে বোলার। বলেন, "সত্যিই খুব চাপের একটা দিন ছিল। ২১-২২ বছর বয়স ছিল। সেই সময় ভীষণ মানসিক চাপ হয়েছিল। আলাদা রুটিন মেনে চলতাম। ভাবতাম আন্তর্জাতিক কেরিয়ার আর বেশি বাকি রইল না। কোনও কিছুতেই ফোকাস করতে পারতাম না।" 



আরও পড়ুন: EXCLUSIVE, Asian Games 2023: 'আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!' কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ


আরও পড়ুন: Virat Kohli With Fans: অন্য বিরাট! ছোট্ট ফ্যানের থেকে পাওয়া ব্রেসলেট হাতে পরলেন কোহলি, ভিডিয়ো হল ভাইরাল


এরপরই যোগ করেন, "সেই অভিজ্ঞতার পর নিজের লড়াকু দিকটা তুলে ধরার চেষ্টা শুরু করি। তাও শেষমেশ ভাবি, এটা না হলেই ভালো হত।" অর্থাৎ যুবরাজ সিং যে তাঁর কেরিয়ারের সঙ্গে ওতপ্রতোভাবে জুড়ে গিয়েছেন, সেটা বলতে দ্বিধা করলেন না ব্রড।


এদিকে বিদায়বেলায় ব্রডকে কিংবদন্তি বলে দিলেন যুবরাজ। নিজের সোশ্য়াল মিডিয়ায় যুবি লিখেছেন, 'ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।' 


টেস্টে ৬০০-র বেশি উইকেট ব্রডের ঝুলিতে। ১৭ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে লাল বলের ক্রিকেটেও তাঁর অনেক অবদান আছে। ২০১৬ সালে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। নিয়েছেন ১৭৮টি উইকেট। আবার ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৬৫ উইকেট। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)