যুবরাজ ছ'টা ছক্কা মেরেছিলেন যে ব্রডকে, তিনিই এবার মনোবিদের দ্বারস্থ!

করোনাভাইরাসক সংক্রমণের কারণে মার্চ মাসের গোড়া থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 29, 2020, 04:58 PM IST
যুবরাজ ছ'টা ছক্কা মেরেছিলেন যে ব্রডকে, তিনিই এবার মনোবিদের দ্বারস্থ!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে এক ভিন্ন আবহের স্বাক্ষী হতে চলেছেন ক্রিকেটাররা। ব্যাট-বলের শব্দ, সতীর্থদের আওয়াজ ছাড়া আর কোনও শব্দ নয়। দর্শকশূন্য স্টেডিয়ামেই তিন মাসেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। নতুন পরিবেশে অর্থাত্ দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলা বিশেষ করে টেস্ট খেলা মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। তাই এবার মনোবিদের দ্বারস্থ হলেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়েই আবার ক্রিকেট ফিরছে। করোনাভাইরাসক সংক্রমণের কারণে মার্চ মাসের গোড়া থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নতুন চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিলেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

তিনি বলেন, "আমার মনে হয় দর্শক ছাড়া ম্যাচ খেলার অনুভূতি একেবারে আলাদা। আমার মনে হয় এখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটা মানসিক পরীক্ষার সামিল। এর মধ্যেই আমি মনোবিদের সঙ্গে কথা বলেছি। যাতে আমি নিজের সেরাটা দর্শকশূন্য টেস্টে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি।"  

আরও পড়ুন - ২০০৭ সালে আজকের দিনেই মাইলস্টোন স্পর্শ করেন মাস্টার ব্লাস্টার, সেই রেকর্ড আজও অক্ষত

.