'ক্যামেল' ব্যাট দিয়েই রশিদকে আইপিএল -এ খেলার অনুরোধ হায়দরাবাদের
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট নিয়ে খেললেন আফগান ক্রিকেটার রশিদ খান।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট দুনিয়ায় এবার 'ক্যামেল' ব্যাট এনে শোরগোল ফেলে দিলেন আফগান অলরাউন্ডার রশিদ খান। ক্যামেল ব্যাট দিয়েই আইপিএল-এ মাতাবার জন্য তারকা অলরাউন্ডারকে অনুরোধ জানিয়েছে তার দল হায়দরাবাদ।
Carry it along for IPL 2020, @rashidkhan_19 https://t.co/qP0WVo1S8v
— SunRisers Hyderabad (@SunRisers) December 29, 2019
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট নিয়ে খেললেন আফগান ক্রিকেটার রশিদ খান। ব্যাটের আকৃতি অনেকটা উঠের পিঠের মতো। ওই ব্যাট দিয়ে ১৬বলে ২৫রান করেন রশিদ খান। আফগান অলরাউন্ডারের বিধ্বংসী ইনিংসের সুবাদেই বিগ ব্যাশ লিগে ম্যাচও জেতে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
আরও পড়ুন- তাঁর সময়ে সেরা ম্যাচ উইনার কে, জানালেন সৌরভ গাঙ্গুলি
অনেক রকম ব্যাটই দেখেছে ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি ক্রিকেটের জমানায় ম্যাথু হেডেনের 'মঙ্গুস' ব্যাটও দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। বঠছর শেষে রশিদ খানের 'ক্যামেল' ব্যাট দেখে অবাক এবার ক্রিকেটমহল।