সুখেন্দু সরকার : ইডেনে সুপারহিট দিন-রাতের টেস্ট। গোলাপি বলে টেস্ট দেখতে প্রতিদিন মাঠ ভরিয়েছেন দর্শকরা। টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটপ্রেমীদের এমন উন্মাদনা দেখে আপ্লুত বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বোর্ড মসনদে মহারাজ বসতেই ভারতীয় ক্রিকেটে যেন দিন বদলের পালা। মাত্র তিন সেকেন্ডেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি করান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট শুরুর আগে থেকেই প্রবল ব্যস্ত ছিলেন তিনি। ইডেন টেস্ট সফল হতেই তাঁর চোখ-মুখে যেন একরাশ স্বস্তি।



প্রশ্ন : প্রথম পরীক্ষায় সফল?
সৌরভ গাঙ্গুলি : তোমরা বলবে, আমি কী বলব!
প্রশ্ন : বোর্ড প্রেসিডেন্টের প্রথম ইনিংসে এটা কি ডাবল হান্ড্রেড?
সৌরভ গাঙ্গুলি : ৬০ হাজার লোক মাঠে ৩ দিন খেলা দেখেছে, এর থেকে ভাল আর কী হতে পারে!
প্রশ্ন : বিরাট কোহলিকে নিয়ে কী বলবেন?
সৌরভ গাঙ্গুলি : বিরাট অল টাইম গ্রেট।
প্রশ্ন : দিন-রাতের টেস্ট কি এবার চলতেই থাকবে?
সৌরভ গাঙ্গুলি : দেখা যাক! এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়।


এতদিনে বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়!


আরও পড়ুন - গোলাপি বলে ইডেনে টেস্ট জিতে বিশ্বরেকর্ড টিম ইন্ডিয়ার