সারে-র হয়ে খেলবেন বিরাট, চুক্তি হল কেবল জুনের জন্য

চেতেশ্বর পূজারা (ইয়র্কশায়ার), ঈশান্ত শর্মা (সাসেক্স), বরুণ অ্যারন (লিস্টারশায়ার) এবং অক্ষর প্যাটেলের (ডারহাম) পর এবার পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০১৮ মরসুমে কাউন্টি খেলবেন বিরাট কোহলি।

Updated By: May 4, 2018, 12:45 PM IST
সারে-র হয়ে খেলবেন বিরাট, চুক্তি হল কেবল জুনের জন্য

নিজস্ব প্রতিবেদন: সমস্ত জল্পনার অবসান। ব্রিটিশ দলের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামার আগে হাত পাকিয়ে নিতে ইংল্যান্ডে যাচ্ছেন বিরাট কোহলি। সেখানে গোটা জুন  কাউন্টি ক্রিকেট খেলবেন সারে-র হয়ে। মঙ্গলবার বিরাট কোহলির সঙ্গে চুক্তি সাক্ষর করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সারে। 

আরও পড়ুন- ফাঁস হল চেন্নাইয়ের লাস্যময়ী ভক্তের আসল পরিচয়
 
উল্লেখ্য, ঐতিহাসিক সারে দলের সঙ্গে সম্পর্ক জুড়তে পেরে বিরাট খুশি কোহলিও। তিনি জানিয়েছেন, “কাউন্টি ক্রিকেট খেলা আমার অনেক দিনের ইচ্ছে। এবার সেই ইচ্ছেপূরণ হচ্ছে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অ্যালেক্স স্টুয়ার্ট (প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার) এবং সারে-কে ধন্যবাদ।” 

আরও পড়ুন- পৃথ্বীর ড্রাইভে ফিরলেন সচিন

অন্যদিকে, ভারত অধিনায়ককে দলে পেয়ে খুশিতে গদগদ ভাব সারে দলেক ডিরেক্টর অ্যালেক্স স্টুয়ার্টও। তাঁর কথায়, খেলা এবং প্রশিক্ষণের পাশাপাশি বিরাটকে কাছে পেয়ে খুঁটিনাটি অনেক কিছু শিখতে পারবে নতুনরা।

আরও পড়ুন- হিসার ম্যারাথনের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ ড. সুভাষ চন্দ্র

প্রসঙ্গত, বিরাটের কাউন্টি কেরিয়ার নিয়ে দ্বিধাবভক্ত ছিল ভারতীয় বোর্ড। বেগতিক বুঝে, কমিটি অব অ্যাডমিনিসট্রেশন প্রধান বিনোদ রাই জানিয়েছিলেন, “কাউন্টি খেলবেন কি না, সে সিদ্ধান্ত নিতে হবে বিরাটকেই।“ এর পরই  কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত জানান ভারত অধিনায়ক।  

আরও পড়ুন- বিরাটের প্রেমিকা ধোনিতে মশগুল

চেতেশ্বর পূজারা (ইয়র্কশায়ার), ঈশান্ত শর্মা (সাসেক্স), বরুণ অ্যারন (লিস্টারশায়ার) এবং অক্ষর প্যাটেলের (ডারহাম) পর এবার পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০১৮ মরসুমে কাউন্টি খেলবেন বিরাট কোহলি।

.