আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন অ্যাথলিট সুষেণ রায়
ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন অ্যাথলিট সুষেণ রায়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব পুলিস গেমসে জোড়া সোনা জিতলেন পশ্চিম বাংলা পুলিসের এই অ্যাথলিট। লম জাম্প এবং ট্রিপল জাম্প বিভাগে সোনা জিতেছেন সুষেণ। টুইটারে সুষেণকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- পাল্লেকেলেতে ইতিহাস গড়লেন ঋদ্ধিমান সাহা
মার্কিন মুলুকে বাংলার জয়জয়কার। লস অ্যাঞ্জেলসে চলতি বিশ্ব পুলিস গেমসে জোড়া সোনা জিতলেন বাংলার সুষেণ রায়। শুক্রবার লং জাম্পে সোনা জিতেছিলেন হাওড়া পুলিসের এই কনস্টেবল। শনিবার ট্রিপল জাম্পে দেশের হয়ে ফের সোনা জিতলেন সুষেণ। সোশাল নেটওয়ার্কিং সাইটে পশ্চিম বাংলার এই পুলিসের কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আঠাশ বছর বয়সী সুষেণ দুহাজার আট সালে পুলিসে যোগ দেন। ব্যারাকপুরের লাটবাগানে পুলিস ব্যারাকে প্র্যাক্টিস করেন সুষেণ। লং জাম্প, ট্রিপল জাম্প ছাড়াও একশো এবং চারশো মিটার রিলেতেও অংশ নেবেন তিনি।