Kapil Dev, T20 World Cup 2022: রোহিতদের কাপ জয়ের সম্ভাবনা কতটা? বিতর্কিত মন্তব্য করলেন কপিল দেব

Kapil Dev, T20 World Cup 2022: চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরনো চোটে কাবু হয়ে বাতিলের খাতায় নাম লিখিয়েছেন জসপ্রীত বুমরা।

Updated By: Oct 19, 2022, 10:36 PM IST
Kapil Dev, T20 World Cup 2022: রোহিতদের কাপ জয়ের সম্ভাবনা কতটা? বিতর্কিত মন্তব্য করলেন কপিল দেব
রহিত-বিরাটদের আশা দেখছেন কপিল দেব।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র তিন দিন। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মেলবোর্নের বাইশ গজে 'মাদার অফ অল ব্যাটেল'। এর আগে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়াকে (Team India) নিয়ে চমকে দেওয়ার মতো মন্তব্য করে বসলেন কপিল দেব (Kapil Dev)। ১৯৮৩ সালের বিশ্বকাপ (1983 World Cup) জয়ী অধিনায়কের বক্তব্যে চমকে গিয়েছে আসমুদ্র হিমাচল। 'হরিয়ানা হ্যারিকেন'-এর দাবি, তারকাখচিত ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জয়ের সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ! 

বুধবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কপিল। সেখানে তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সবাইকে চমকে দিয়ে কপিল বলে দেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও দল একটা ম্যাচ জেতার পরেই আর একটি ম্যাচ হেরে যায়। তাই কোন দল শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে সেটা এত আগে বলে দেওয়া অসম্ভব। তাই আমার মতে ভারতের কাপ জেতার সম্ভাবনা খুবই কম। ভারত কি সেমিফাইনালে উঠতে পারবে? আমার উত্তর, ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। সেই কারণেই আমার চিন্তা হচ্ছে।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরনো চোটে কাবু হয়ে বাতিলের খাতায় নাম লিখিয়েছেন জসপ্রীত বুমরা। এরমধ্যে দীপক চাহারও নেই। সেইজন্য কপিল ভারতের কাপ যুদ্ধ জেতার সুযোগ কম দেখছেন। তবে তিনি মনে করেন হার্দিক পান্ডিয়া ফর্মে থাকলে শুধু বিশ্বকাপ নয়, যেকোনও ভারতীয় দল ভালো ফল করতে পারে। 

আরও পড়ুন: Rohit Sharma, ICC T20 World Cup 2022: চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে বদলা থেকে কাপ জয়, ১৫ বছরের খরা মেটাতে মরিয়া রোহিত

আরও পড়ুন: IND vs PAK, BCCI vs PCB: জয় শাহ-র বক্তব্য হতাশাজনক, একতরফা! কড়া বিবৃতি দিল রামিজ রাজার পিসিবি

দেশের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার ফের যোগ করেন, 'দলে একাধিক অলরাউন্ডার থাকলে শুধু বিশ্বকাপ নয়, ভারতীয় দল যেকোনও প্রতিযোগিতায় ভালো পারফর্ম করবে। পুরো ফিট হওয়ার পর হার্দিক সেই কাজটাই করে আসছে। ও মাঠে থাকলে ষষ্ঠ বোলারের ভূমিকা নিতে পারবে। নিয়মিত বোলিং করলে হার্দিক যেমন ক্রিকেটার হিসেবে উন্নতি করবে, তেমনই এতে রোহিতের অনেক সুবিধা হবে। হার্দিক, জাদেজার মতো ক্রিকেটার দলের সম্পদ।'  

ওপেনার হিসেবে রোহিত, কেএল রাহুল আছেন। মিডল অর্ডারে আছেন সূর্য কুমার যাদব, হার্দিক, ঋষভ পন্থ। সবার নজর বিরাট কোহলির দিকেও রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভালো ফল করার সম্ভাবনা উড়িয়ে দিলেও, ব্যাটিং অর্ডারের তারিফ করেছেন তিনি। 

কপিল শেষে বলেন, 'সূর্য কুমার যাদব গত কয়েক মাসে যেভাবে পারফর্ম করল তাতে অনেক হিসেব বদলে গিয়েছে। ফর্ম ধরে রাখতে পারলে সূর্য কিন্তু ফের নজর কাড়বে। তাছাড়া বিরাট ও রোহিত তো আছেই। আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা নেই।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.