মোহনবাগানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য: সঞ্জীব গোয়েঙ্কা
১৩০বছরের ক্লাবকে ভারতের সীমা ছাড়িয়ে বিশ্বফুটবলের মঞ্চে পৌঁছে দেওয়াই এখন চ্যালেঞ্জ সঞ্জীবের।
নিজস্ব প্রতিবেদন : শতাব্দী প্রাচীন মোহনবাগানকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে চান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দীর্ঘদিন পর যুবভারতীতে ডার্বি দেখতে এসেছিলেন এটিকে-র অন্যতম কর্ণধার। বড় ম্যাচে যুবভারতীর গ্যালারি দেখে অভিভূত তিনি। বলেন, " অনেকদিন পর ডার্বিতে। কিন্তু এখন অন্যরকম একটা অনুভূতি। এখন মালিকানার বিষয়। এই দর্শক ডার্বিতে একেবারেই অপ্রতিদ্বন্দ্বী।"
এই মুহুর্তে আই লিগের শীর্ষে মোহনবাগান আবার আইএসএল-এর শীর্ষে এটিকে। সব ঠিকঠাক চললে দেশের দুটো সেরা ট্রফিই এবার আসতে পারে কলকাতায়। সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ATK-মোহনবাগান। ১৩০বছরের ক্লাবকে ভারতের সীমা ছাড়িয়ে বিশ্বফুটবলের মঞ্চে পৌঁছে দেওয়াই এখন চ্যালেঞ্জ সঞ্জীবের। তিনি জানান, "মোহনবাগান হল ভারতীয় ফুটবলের ঐতিহ্য। দেখুন মোহনবাগান হল মোহনবাগানই। এর কোনও বিকল্প নেই। মোহনবাগানকে কিভাবে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারি সেটা দেখতে হবে। মোহনবাগান শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আন্তর্জাতিক হতেই হবে। "
এটিকে-মোহনবাগানের জার্সির রঙ আর লোগোর ব্যাপারে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন - হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জিতে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি মনোজ তিওয়ারির