Afghanistan: ক্রিকেট বোর্ডের সদর দফতরে ঢুকে পড়ল তালিবান, সঙ্গে প্রাক্তন ক্রিকেটার

তালিবান অভ্যুত্থানের আঁচ ক্রিকেট প্রশাসনেও।

Updated By: Aug 19, 2021, 11:09 PM IST
Afghanistan:  ক্রিকেট বোর্ডের সদর দফতরে ঢুকে পড়ল তালিবান, সঙ্গে প্রাক্তন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: মার্কিন সেনা চলে গিয়েছে। দেশটা এখন তাদের দখলে। বাদ গেল না ক্রিকেট প্রশাসনও। কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে সদর দফতরে এবার ঢুকে পড়ল তালিবান। সঙ্গে প্রাক্তন ক্রিকেটার আব্দুল মার্জারিও।

২ দশক পর ফের আফগানিস্তানে তালিবান-রাজ। আতঙ্কে যেভাবে পারছেন, পালাচ্ছেন। আফগান ক্রিকেট বোর্ড বা ACB কর্তা হামিদ শিনওয়ারি ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছিলেন, তালিবান ক্রিকেট ভালোবাসে। ফলে ক্রিকেট নিয়ে অন্তত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিন নেটদুনিয়ায় একটি ছবি দেওয়া হয়েছে। সেই ছবিতে স্পষ্ট, কাবুলে আফগানিস্থান ক্রিকেট বোর্ডে সদর দফতরও তালিবানের দখলে। অত্যাধুনিক অস্ত্র হাতে কনফারেন্স হলে বসে রয়েছেন তালিবান নেতারা। 

আরও পড়ুন: T20 World Cup 2021: Afghanistan কে যেন কেউ হাল্কা ভাবে না নেয়! সাবধান করলেন Gambhir

এদিকে তালিবানের আতঙ্ক কাঁপছেন আফগান মহিলা দলের ফুটবলাররা। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালিদা পোপাল-কে জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, 'আমার দেশের অবস্থা ভয়ানক। আমার ছেলেবেলার দিনগুলি দেখতে পাচ্ছি। আরও গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমার দেশ'। তাঁর আক্ষেপ,  'আমেরিকা সেনা সরিয়ে নিল। অন্য কোনও দেশও সেভাবে আমাদের সমর্থন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক'।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.