ধোনিদের জয়ের প্রার্থনার জন্য জাম্বো ধূপকাঠি
ক্রিকেটের নন্দন কাননে আজ মহারণ। টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। যত সময় এগোচ্ছে, চড়ছে উত্তেজনার পারদ। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে, সমর্থকদের আশা-আশঙ্কার শেষ নেই। টিম ইন্ডিয়ার জয়ের জন্য চলছে পুজোআর্চা- প্রার্থনা। দেশজুড়ে এক ছবি। ক্রিকেটের মন্ত্র মুখে মুখে। ধোনি, কোহলির ব্যাটে রানের বন্যা, অশ্বিনদের জন্য বলে বলে উইকেট, চাই এসবই। এর জন্য আকুল সমর্থকরা হোম-যজ্ঞে বসে পড়েছেন। অভিনব সব কাণ্ড করছেন সমর্থকরা। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ছ-ফুটের আস্ত একটি ধূপকাঠি বানিয়ে ফেলেছেন ক্রিকেট ফ্যানেরা। জাম্বো-আকারের এই ধূপকাঠি জ্বালিয়েই চলল টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা। পাকিস্তানের বিরুদ্ধে জয় চাই, দাবি একটাই সমর্থকদের। হাইটেনশন ম্যাচের আগে উন্মাদনা তুঙ্গে। বাইশ গজের লড়াইকে ঘিরে সরগরম গোটা দেশ। সবার নজর আজ, ইডেনের দিকে।
![ধোনিদের জয়ের প্রার্থনার জন্য জাম্বো ধূপকাঠি ধোনিদের জয়ের প্রার্থনার জন্য জাম্বো ধূপকাঠি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/19/51743-pooleden-security.jpg)
ওয়েব ডেস্ক: ক্রিকেটের নন্দন কাননে আজ মহারণ। টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। যত সময় এগোচ্ছে, চড়ছে উত্তেজনার পারদ। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে, সমর্থকদের আশা-আশঙ্কার শেষ নেই। টিম ইন্ডিয়ার জয়ের জন্য চলছে পুজোআর্চা- প্রার্থনা। দেশজুড়ে এক ছবি। ক্রিকেটের মন্ত্র মুখে মুখে। ধোনি, কোহলির ব্যাটে রানের বন্যা, অশ্বিনদের জন্য বলে বলে উইকেট, চাই এসবই। এর জন্য আকুল সমর্থকরা হোম-যজ্ঞে বসে পড়েছেন। অভিনব সব কাণ্ড করছেন সমর্থকরা। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ছ-ফুটের আস্ত একটি ধূপকাঠি বানিয়ে ফেলেছেন ক্রিকেট ফ্যানেরা। জাম্বো-আকারের এই ধূপকাঠি জ্বালিয়েই চলল টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা। পাকিস্তানের বিরুদ্ধে জয় চাই, দাবি একটাই সমর্থকদের। হাইটেনশন ম্যাচের আগে উন্মাদনা তুঙ্গে। বাইশ গজের লড়াইকে ঘিরে সরগরম গোটা দেশ। সবার নজর আজ, ইডেনের দিকে।