এশিয়া কাপে ছেঁড়া গ্লাভস পরে এক হাতে ব্যাট করা তামিম ইকবাল এবার বিরাট রেকর্ড গড়লেন
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে ঢোকার জন্য এবার জোরালো সওয়াল করতে পারেন দুরন্ত ফর্মে বাংলাদেশের তামিম ইকবাল।
নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে এশিয়া কাপে ছেঁড়া গ্লাভস পরে এক হাতে ব্যাট করে ক্রিকেটীয় রূপকথা লিখেছিলেন সেই তামিম ইকবাল এবার নজির গড়লেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রধানত প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম। বাঁ হাতি তামিম ৩৩৪ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন - মাউন্ট মানগানুইতে বিশ্বরেকর্ড গড়লেন জশপ্রীত বুমরাহ
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে ঢোকার জন্য এবার জোরালো সওয়াল করতে পারেন দুরন্ত ফর্মে বাংলাদেশের তামিম ইকবাল। রবিবার মীরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগে সেন্টাল জোনের বিরুদ্ধে ইস্ট জোনের তামিম ইকবাল ৩৩৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন তামিমের। ২০০৭ সালে রাকিবুল হাসানের করা ৩১৩ রানের সেই রেকর্ড এদিন ভেঙে দেন তামিম ইকবাল।
আরও পড়ুন - IND vs NZ 2020: ভারতীয় সময়ে ভারত-নিউ জিল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি জেনে নিন
প্রসঙ্গত এই তামিম ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ক্রিকেটিয় রূপকথা লিখেছিলেন। খেলার মাঝে আঙুলে চিড় ধরা পড়লেও হাসপাতাল থেকে ফিরে এসে দলের বিপদে ফের ব্যাট হাতে নামেন তামিম। ছেঁড়া গ্লাভস পরে মাঠে নেমে এক হাতে ব্যাটিং করে সেদিন ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন তামিম।