close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

কোটলায় কোহলির নামে স্ট্যান্ডের উদ্বোধনে হাজির থাকবে টিম ইন্ডিয়া!

বিরাট কোহলি স্ট্যান্ড উদ্বোধনের পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে ডিডিসিএ।

Updated: Sep 10, 2019, 04:47 PM IST
কোটলায় কোহলির নামে স্ট্যান্ডের উদ্বোধনে হাজির থাকবে টিম ইন্ডিয়া!

নিজস্ব প্রতিবেদন :  আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্তিতে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বড়সড় উপহার দেওয়ার কথা ঘোষণা করে। বিরাট কোহলির নামে স্ট্যান্ড হচ্ছে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। বৃহস্পতিবার সেই স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবে দিল্লি ক্রিকেট সংস্থা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের নামে স্ট্যান্ড আছে। ইডেনে সৌরভ গাঙ্গুলির নামে স্ট্যান্ড রয়েছে। এবার দিল্লিতে নিজের শহরের স্টেডিয়ামেই স্ট্যান্ড হচ্ছে বিরাট কোহলির নামে। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় উপস্থিত থাকছেন বিরাট নিজে। সঙ্গে আমন্ত্রিত ভারতীয় ক্রিকেট দল। কারণ শুক্রবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ধরমশালা রওনা দেবে টিম ইন্ডিয়া। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন - শাস্ত্রীর নির্দেশে Yo-Yo টেস্টে টার্গেট বাড়ছে কোহলিদের!

বিরাট কোহলি স্ট্যান্ড উদ্বোধনের পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে ডিডিসিএ। ফিরোজ শাহ কোটলায় বিষেণ সিং বেদি ও মোহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড রয়েছে। বীরেন্দ্র শেহবাগ ও অঞ্জুম চোপড়ার নামে রয়েছে গেট। ফিরোজ শাহ কোটলার হল অফ ফেম রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নামে। এবার যুক্ত হতে চলেছে বিরাট কোহলি স্ট্যান্ড। বৃহস্পতিবারই প্রয়াত প্রাক্তন DDCA এ প্রেসিডেন্ট অরুন জেটলির নামে স্টেডিয়ামের নতুন নামকরণ করা হবে। এবার থেকে ফিরোজ শাহ কোটলা হবে অরুণ জেটলি স্টেডিয়াম।