ICC World Cup 2019: বিশ্বকাপের আগে ডে-আউটে টিম ইন্ডিয়া! ট্রোল হলেন বিরাট-ধোনিরা
শুক্রবার ফুরফুরে মেজাজেই কাটালেন ধোনি-কুলদীপ-চাহলরা। ডে আউটে বেরিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটারা।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শুরু ৫ জুন, বুধবার। শুক্রবার ফুরফুরে মেজাজেই কাটালেন ধোনি-কুলদীপ-চাহলরা। ডে আউটে বেরিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটারা। আর বিসিসিআই এর অফিসিয়াল পেজে সেই ছবি পোস্ট হতেই ধোনিরা ট্রোল হলেন ভক্তদের কাছে।
Snapshots from #TeamIndia's fun day out in the woods. Stay tuned for more..... pic.twitter.com/nKWS21LXco
— BCCI (@BCCI) May 31, 2019
শুধু বিসিসিআই নয়। ভারত অধিনায়ক বিরাট কোহলিও সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ফান টাইমস উইথ দ্য বয়েজ।
Fun times with the boys pic.twitter.com/f3vAuYiRWQ
— Virat Kohli (@imVkohli) May 31, 2019
বিশ্বকাপে অভিযান শুরুর আগে ভারতীয় দলের ডে আউট নিয়ে অনেক ফ্যানই আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন অনুশীলন না করে এই সব কেন করছে টিম ইন্ডিয়া? অনেকে তো আবার এই ডে-আউটের কারণে না বিশ্বকাপে ম্যাচ হেরে যেতে হয় ভারতকে! এমনও সংশয় প্রকাশ করেছেন। আর এক ফ্যান তো বিরাট কোহলিদের মনে করিয়ে দিয়েছেন, যে তাঁদের ইংল্যান্ডে পাঠানো হয়েছে বিশ্বকাপ খেলার জন্য না মজা করার জন্য!
Do teen match haarenge nahi jab tak aise hi faaltu masti karte rahenge. You guys have been sent to play cricket, not to enjoy a picnic! Height of entitlement.
— Abhishek (@abhishaek) May 31, 2019
Practice kaun karega?
— abhi (@Fake_Acc18) May 31, 2019
Fun fun me world Cup na chla jaye kahi.
Be careful— Ravi singh (@ravigaharwar1) May 31, 2019
ab ye ghumna firna to england series ke tour me v krpayenge avi .. focus on ur strengths and try to overcome ur weaknesses.. indian fans aplog ke liye itna krte h aap log vi gme and strategy me dhyan dijiye koi vi player consistence nhi hai. we want cup, semifinalists nhi
— Abhishek Chowdhury (@abhishy9) May 31, 2019
বিশ্বকাপ শুরু আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ছন্দে কোহলি অ্যান্ড কোম্পানি। শনিবার থেকে সাউদাম্পটনে অবশ্য জোর কদমে অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন - আইপিএলের এক ঘটনার উল্লেখ করে কোহলিকে 'অপরিণত' বললেন রাবাডা