প্রথম পরীক্ষায় `পাশ` সন্দীপরা, `ফেল` সাবা করিম

এটাই ছিল নতুন নির্বাচক কমিটির প্রথম পরীক্ষা। সন্দীপ পাতিল, বিক্রম রাঠোর, রাজিন্দর হানস্, রজার বিনিদের প্রথম পরীক্ষা। প্রথম বৈঠকে কোনও চমকের পথে হাঁটেননি সন্দীপ পাটিল, রজার বিনিরা। নিজেদের মত করে সফল হলেন সন্দীপরা। তবে যোগ্যতা থাকা সত্ত্বেও একজনও বঙ্গ প্রতিনিধিকে সুযোগ করিয়ে দিতে না পেরে মার্কশিটে ফেল করলেন সাবা করিম।

Updated By: Nov 5, 2012, 08:10 PM IST

এটাই ছিল নতুন নির্বাচক কমিটির প্রথম পরীক্ষা। সন্দীপ পাতিল, বিক্রম রাঠোর, রাজিন্দর হানস্, রজার বিনিদের প্রথম পরীক্ষা। প্রথম বৈঠকে কোনও চমকের পথে হাঁটেননি সন্দীপ পাটিল, রজার বিনিরা। নিজেদের মত করে সফল হলেন সন্দীপরা। তবে যোগ্যতা থাকা সত্ত্বেও একজনও বঙ্গ প্রতিনিধিকে সুযোগ করিয়ে দিতে না পেরে মার্কশিটে ফেল করলেন সাবা করিম।
পূর্বাঞ্চলের নতুন নির্বাচক সাবাও রাজা বেঙ্কটের পথ ধরলেন। সন্দীপ পাতিল প্রথম পরীক্ষাতেই বুঝিয়ে দিলেন নতুন পিচে নেমেই তিনি কোন বাড়তি ঝুঁকি নেবেন না। মিডল অর্ডারে কারা থাকবেন তা নিয়েই ছিল পাতিল-বিনি-সাবা করিমদের প্রধান পরীক্ষা। লড়াইটা ছিল পুজারা, যুবরাজ, রায়না, মনোজের মধ্যে দুজনের। ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলার পরেও মনোজকে দলে ঢোকাতে পারলেন না সাবা। দিলীপ ট্রফিতে অসাধারণ বোলিং করা অশোক দিন্দাকে নিয়েও আশা ছিল। কিন্তু দিন্দাকেও এবারও হতাশ হতে হল। সিএবি জুড়ে তাই শোনা গেগল সাবাকে নিয়ে সমালোচনা।

.