দ্রাবিড়কে সংবর্ধিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়কে সংবর্ধিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বইতে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। একদা সতীর্থদের উপস্থিতিতে বোর্ডের সম্মানে আপ্লুত দ্রাবিড়।

Updated By: Mar 28, 2012, 02:27 PM IST

প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়কে সংবর্ধিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটে ১৬ বছর ধরে দলের নির্ভরযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি। মিডিল অর্ডারে দ্রাবিড় ছিলেন স্তম্ভ। তাই তাঁকে বলা হত `মিস্টার ডিপেন্ডেবল`। একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গত বছর। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কয়েকদিন আগে। মুম্বইতে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। একদা সতীর্থদের উপস্থিতিতে বোর্ডের সম্মানে আপ্লুত দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদানের কথা উল্লেখ করেন একদা তাঁর সতীর্থরা। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সচিন তেন্ডুলকর।

.