সবথেকে কম বলে টেস্ট সেঞ্চুরির প্রথম ১০ জনের তালিকা
আজই জীবনের শেষ টেস্টে সবথেকে কম বলে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি সেঞ্চুরি করলেন মাত্র ৫৪ বলে। আজ তাই এক ঝলকে দেখে নিন কোন ১০ ক্রিকেটার রয়েছেন সবথেকে কম বলে সেঞ্চুরির তালিকায়।
ওয়েব ডেস্ক: আজই জীবনের শেষ টেস্টে সবথেকে কম বলে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি সেঞ্চুরি করলেন মাত্র ৫৪ বলে। আজ তাই এক ঝলকে দেখে নিন কোন ১০ ক্রিকেটার রয়েছেন সবথেকে কম বলে সেঞ্চুরির তালিকায়।
১) ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) - ৫৪ বলে সেঞ্চুরি - ২০১৫
২) ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) - ৫৬ বলে সেঞ্চুরি - ১৯৮৫
৩) মিসবা উল হক (পাকিস্তান) - ৫৬ বলে সেঞ্চুরি - ২০১৪
৪) অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) - ৫৭ বলে সেঞ্চুরি - ২০০৬
৫) গ্রেগরি (অস্ট্রেলিয়া) - ৬৭ বলে সেঞ্চুরি - ১৯২১
৬) চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) - ৬৯ বলে সেঞ্চুরি - ২০০২
৭) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৬৯ বলে সেঞ্চুরি - ২০১১
৮) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৭০ বলে সেঞ্চুরি - ২০০৯
৯) ফ্রেডরিকস (ওয়েস্ট ইন্ডিজ) - ৭১ বলে সেঞ্চুরি - ১৯৭৫
১০) মজিদ খান (পাকিস্তান) - ৭৪ বলে সেঞ্চুরি - ১৯৭৬