নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ফুটবলের নক্ষত্রপতন। চলে গেলেন চুনী গোস্বামী। আজ বিকেলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুবিমল গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী  চুনী গোস্বামীর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,


"প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছিলেন প্রকৃত ফুটবল তারকা। ভারতের অন্যতম সেরা ফুটবলার ও বহুমুখী প্রতিভার অধিকারী চুনী গোস্বামী দেশের এবং বাংলার জন্য বহু সম্মান এনে দিয়েছেন। তাঁর মৃত্যুতে ক্রীড়া,বিশেষত ফুটবলের জগতে বিপুল শূন্যতার সৃষ্টি হল।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে।


আমি চুনী গোস্বামীর পরিবার- পরিজন, ফুটবলপ্রেমী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।"


 



ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও প্রবাদপ্রতীম ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।


আরও পড়ুন - আরও পড়ুন - চলে গেলেন ভারতীয় ফুটবলের হীরে 'চুনী' গোস্বামী