'দ্য Dravid এফেক্ট', Krunal জড়িয়ে নিলেন বিপক্ষের ব্যাটসম্যানকে! রইল ভিডিয়ো
টুইটারাত্তিরা ক্রুনালের এই পরিবর্তনে চমকে গিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: ক্রুনাল পাণ্ডিয়াকে (Krunal Pandya) কী পুরোপুরি বদলে দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? এমনটাই মনে করছেন নেটাগরিকরা। যে ক্রুনাল আইপিএল চলাকালীন সতীর্থের ওপরেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খারাপ ফিল্ডিংয়ের জন্য, সেই ক্রুনালই আজ বুকে জড়িয়ে নিচ্ছেন বিপক্ষের ক্রিকেটারকে। সোশ্যাল মিডিয়া বলছে রাগী ক্রুনালই নাকি শান্ত হয়ে গিয়েছেন দ্রাবিড়ের সংস্পর্শে এসে। টুইটারাত্তিরা ক্রুনালের এই পরিবর্তনে চমকে গিয়েছেন।
KrunalPandya pic.twitter.com/REg3TB2Yu9
(@SonySportsIndia) July 18, 2021
The discipline, love and care for opponent under Rahul Dravid. pic.twitter.com/U9I8GHpP4Y
(@mufaddal_vohra) July 18, 2021
The Dravid effect https://t.co/1wKQBh1hLe
(@_surya1811_) July 18, 2021
আরও পড়ুন: India vs Sri Lanka: দ্রুততম ভারতীয় ওপেনার হিসেবে অনন্য নজির গড়লেন Shikhar Dhawan
রবিবার ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্য়াচ চলাকালীন ক্রুনালের আচরণে মোহিত হয়েছেন সকলে। এদিন ঘটনাটি শ্রীলঙ্কার ইনিংসের ২১.২ ওভারে ঘটে। ক্রুণাল বল করছিলেন। ব্যাট করছিলেন ধনঞ্জয় ডি সিলভা। নন-স্ট্রাইকে ছিলেন চরিথ আসালঙ্কা। ক্রুনালের শট স্টেপআউট করে মারেন ধনঞ্জয়। ক্রুনাল লাফিয়ে গিয়ে পড়েন আশালঙ্কার পায়ের কাছে। আর সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে নেন ক্রুনাল। এই ঘটনাতেই মজেছেন নেটাগরিকরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)