ড্রেসিং রুমে বিতর্ক গাব্বায় গাড্ডায় ফেললো দলকে, দাবি ধোনির
ড্রেসিং রুমের বিতর্কই হারের অন্যতম কারণ। ব্রিসবেন টেস্টে হারের পর এমনটাই দাবি মহেন্দ্র সিং ধোনি। হাতে চোট থাকায় শেষ মুহূর্তে ব্যাট করতে রাজি হননি শিখর ধাওয়ান। এতেই বাঁধে বিতর্ক। ধাওয়ান রাজি না থাকায় অগত্যা ওপেন করতে হয় বিরাট কোহলিকে।
ব্যুরো: ড্রেসিং রুমের বিতর্কই হারের অন্যতম কারণ। ব্রিসবেন টেস্টে হারের পর এমনটাই দাবি মহেন্দ্র সিং ধোনি। হাতে চোট থাকায় শেষ মুহূর্তে ব্যাট করতে রাজি হননি শিখর ধাওয়ান। এতেই বাঁধে বিতর্ক। ধাওয়ান রাজি না থাকায় অগত্যা ওপেন করতে হয় বিরাট কোহলিকে।
অ্যাডিলেডে হারের পর অধিনায়ক বিরাট কোহলি সতীর্থদের পাশে দাঁড়ালেও ব্রিসবেন টেস্ট হারের পর অধিনায়ক এমএস ধোনি ব্যাটসম্যানদের সরাসরি দায়ী করলেন।
শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেভারতীয় ড্রেসিংরুমে শিখর ধাওয়ানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অনুশীলেনর সময় চোট পাওয়ায় ব্যাট করতে রাজি হননি ধাওয়ান। তখন দিনের খেলা শুরুর মুখে। কেন ধাওয়ান আগে জানাননি? এই প্রশ্নকে ঘিরে বিতর্ক দানা বাধে সাজঘরে। কয়েক মিনিটের সিদ্ধান্তে কোহলিকে ব্যাট করতে যেতে হয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে কোহলি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। সব মিলিয়ে দিনের শুরুতেই ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ তাদের ব্যাটফুটে ঠেলে দিয়েছিল বলে স্বীকার নিলেন ধোনি।
মেলবোর্ন টেস্টে নামার আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ভারত অধিনায়ক।