`নরক`-এর পাশে বসল টেনিস সুন্দরীদের মেলা

খেলার দুনিয়ায় ইস্তানবুলকে লোকে চেনে নরক মাঠের শহর হিসাবে। ইস্তানবুলে গালাতাসারের ঘরের মাঠকে বলা হয় হেল মানে নরক। কারণ তুরস্কের দর্শকদের জঙ্গি মনোভাব আর কান ফাটানো চিত্‍কারের সামনে নাকি খেলাই দায়। সেই জঙ্গি মাঠের পাশেই বসল টেনিস সুন্দরীদের মেলা। আসলে বছরের সেরা মহিলা আট টেনিস খেলোয়াড়কে নিয়ে হয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ। সেরাদের সেরা হওয়ার এই লড়াই আয়োজন হয় ইস্তানবুলে।

Updated By: Oct 21, 2013, 03:15 PM IST

খেলার দুনিয়ায় ইস্তানবুলকে লোকে চেনে নরক মাঠের শহর হিসাবে। ইস্তানবুলে গালাতাসারের ঘরের মাঠকে বলা হয় হেল মানে নরক। কারণ তুরস্কের দর্শকদের জঙ্গি মনোভাব আর কান ফাটানো চিত্‍কারের সামনে নাকি খেলাই দায়। সেই জঙ্গি মাঠের পাশেই বসল টেনিস সুন্দরীদের মেলা। আসলে বছরের সেরা মহিলা আট টেনিস খেলোয়াড়কে নিয়ে হয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ। সেরাদের সেরা হওয়ার এই লড়াই আয়োজন হয় ইস্তানবুলে।
সেই টুর্নামেন্ট খেলার জন্যই এ বছরের পেশাদার টেনিসের সেরা আট মহিলা খেলোয়াড় হাজির হয়েছেন। তাঁরা হলেন-- সেরেনা উইলিয়ামস (আমেরিকা), ভিক্টোরিয়া আজারেঙ্কা (বেলারুশ),আজানেস্কা রাদোনাস্কা (পোল্যান্ড), লি না (চিন), পেত্রা কিতোভা (চেক প্রজাতন্ত্র), সারা ইরিনা (ইটালি), জেলেনা জাঙ্কোভিচ(সার্বিয়া), আঞ্জেলা কার্বার (জার্মানি)। প্রতিযোগিতা শুরুর আগে কাপ হাতে আট টেনিস সুন্দরী পোজ দিলেন। ঘুরে দেখলেন সারা শহর। সব মিলিয়ে নরক মাঠের পাশে যেন সুন্দরীদের মেলা বসল।

প্রতিযোগিতায় দুটো গ্রুপ করা হয়েছে। রেড গ্রুপে আছেন প্রতিযোগিতার শীর্ষ
বাছাই সেরেনা উইলিয়ামস। আর হোয়াইট গ্রুপে আছেন অস্ট্রেলিয়ান ওপেন
চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেরেনার গ্রুপে আছেন রাদোনাস্কা, কিতোভা,
কার্বার। আজারেঙ্কার সঙ্গে আছেন লি না, সারা ইরানি, জাঙ্কাভিচ।

হার্ডকোটে
এই প্রতিযোগিতা হবে। গতবারের চ্যাম্পিয়ন সেরেনাই কাপ জয়ের ব্যাপারে হট
ফেবারিট। ফাইনাল ২৭ অক্টোবর।

.