BGT 2024: এই নক্ষত্রই ৩ নম্বরে গম্ভীরদের সেরা বাজি! জানিয়ে দিলেন ৮৩-র বিশ্বকাপজয়ী

Kirti Azad On Virat Kohli: তিন নম্বরেই ব্য়াট করুন বিরাট কোহলি, তাহলেই ভালো হবে। মত কীর্তি আজাদের...

Updated By: Nov 19, 2024, 09:21 PM IST
BGT 2024: এই নক্ষত্রই ৩ নম্বরে গম্ভীরদের সেরা বাজি! জানিয়ে দিলেন ৮৩-র বিশ্বকাপজয়ী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে দুই শিবিরেই একই রকম উত্তেজনা। তুমুল চর্চায় রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! শেষ ৬ টেস্টে কোহলি ২৫০ রান করেছেন ২২.৭২ এর গড়ে। রয়েছে মাত্র একটিই হাফ সেঞ্চুরি। তবে কোহিল ফর্মে ফিরবেন বলেই আশাবাদী ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ও বর্তমানে রাজনীতিবিদ কীর্তি আজাদ (Kirti Azad)

আরও পড়ুন: 'পারথই আমার খেলা...', সাজঘরে আচমকা মহাতারকা! সিরাজ-সরফরাজ বললেন LEGEND, LEGEND

এক দৈনিকে দেওয়া সাক্ষাত্‍কারে কীর্তি বলেন, 'আমার মনে হয় তিন নম্বরের জন্য কোহলিই সেরা বাজি। তিন নম্বরে রান করেছে (সব ফরম্যাট মিলিয়ে)। আর তিন নম্বরে দলের সেরা ব্যাটারেরই থাকা উচিত। একটা সিরিজ বা দু'টো ইনিংসে কোনও খেলোয়াড় ভালো করতে না পারলেই আমরা প্রশ্ন শুরু করে দিই। তবে আমি মনে করি ও দেশের জন্য মানবিক সেবা করেছে। আমি আশাবাদী যে, ও আবার ভালো করবে। আমি নিশ্চিত ও ফর্মে ফিরবে। ও চ্যালেঞ্জ পছন্দ করে। যদিও অস্ট্রেলিয়ায় কঠিন হবে।'

কোহলি সম্প্রতি বেঙ্গালুরুতে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনে ব্যাট করেছেন। সেখানে  প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৭০ রান করেছিলেন। তিনে ব্যাট করে কোহলি ৮ ইনিংসে ২৩.৮৫-এর গড়ে ১৬৭ রান করেছেন। রয়েছে একটি ফিফটি। সম্প্রতি কোহলি তিনে নেমে খারাপ সময়ের ভিতর দিয়েই গিয়েছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে মাত্র ৯৩  রান করেছিলেন তিনি! যার মধ্যে ৭০ এসেছে এক ইনিংসেই। বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন! তাঁর দিকেই সকলের চোখ।

আরও পড়ুন: হেডের মাথা যন্ত্রণা শুরু, ব্যথা জব্দের টোটকা অজানা! একজনই কাঁপাচ্ছেন অজি তারকাকে...

 

 

.