চাকরি গেলে যাক! পাকিস্তানে যেতে চাইলেন না বাংলাদেশের তিন ভারতীয় কোচ

বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের বিকল্প খুঁজে ফেলেছে।

Updated By: Sep 29, 2019, 04:13 PM IST
চাকরি গেলে যাক! পাকিস্তানে যেতে চাইলেন না বাংলাদেশের তিন ভারতীয় কোচ

নিজস্ব প্রতিবেদন : এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পর তাঁদের চাকরি না থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু তাতে তোয়াক্কা করছেন না তাঁরা। চাকরি গেলে যাক। কিন্তু দলের সঙ্গে তাঁরা পাকিস্তানে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের বিকল্প খুঁজে ফেলেছে। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ অঞ্জু জৈন, সহকারী কোচ দেবীকা পালশিখর ও ট্রেনার কবিতা পান্ডে পাকিস্তান সফরে যাবেন না বলে বোর্ডকে জানিয়েছেন। বিসিবি-র মহিলা বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানিয়েছেন, 'পাকিস্তান সফরে দলের সঙ্গে না যাওয়ার কথা তাঁরা জানিয়েছেন। এতে আমাদের কিছু করার নেই।'

 আরও পড়ুন-  রবি শাস্ত্রীর চাকরি অনিশ্চিত! নতুন করে বেছে নেওয়া হতে পারে কোহলিদের কোচ

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। দলের সঙ্গে পাকিস্তানে গেলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছিলেন বাংলাদেশের তিন ভারতীয় কোচ। পাকিস্তান সফরে বাংলদেশের মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বিসিবির কোচ দীপু রায় চৌধুরী। তার সফরসঙ্গী হচ্ছেন ট্রেনার আনোয়ার হোসেন মনি এবং এমদাদুল হক। ২৩ অক্টোবর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিরুদ্ধে দুটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। পাকিস্তান সফরের জন্য ৩০ সেপ্টেম্বর থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশের মহিলা দল।

.