টিকিটের আকাশছোঁয়া দামে ফাঁকা গ্যালারি

বড়ম্যাচ মানেই যুবভারতীতে লক্ষাধিক দর্শক। শনিবারের ডার্বিতে অবশ্য একেবারে অন্য চিত্র। লক্ষাধিক যুবভারতীর অনেক সিটই ফাঁকা। একেবারেই ভরেনি মোহনবাগান গ্যালারি। এবার বড়ম্যাচে ন্যুনতম টিকিটের দাম দুশো টাকা করেছিল মোহনবাগান। তার পর থেকেই বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে,এবার হয়ত বড়ম্যাচে মাঠ ভরবে না।

Updated By: Feb 9, 2013, 09:33 PM IST

বড়ম্যাচ মানেই যুবভারতীতে লক্ষাধিক দর্শক। শনিবারের ডার্বিতে অবশ্য একেবারে অন্য চিত্র। লক্ষাধিক যুবভারতীর অনেক সিটই ফাঁকা। একেবারেই ভরেনি মোহনবাগান গ্যালারি। এবার বড়ম্যাচে ন্যুনতম টিকিটের দাম দুশো টাকা করেছিল মোহনবাগান। তার পর থেকেই বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে,এবার হয়ত বড়ম্যাচে মাঠ ভরবে না।
সেই আশঙ্কাই সত্যি হল। শনিবারের ডার্বির পর ভবিষ্যতে ম্যাচের টিকিটের দাম এত বেশি করা হবে কি না, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

.